kolkata

2 hours ago

Sukanta Majumder: “জনগণের কাছে নিজের ইস্তফাপত্র দান করুন”, মমতাকে তোপ সুকান্তর

Sukanta Majumder
Sukanta Majumder

 

কলকাতা, ৭ অক্টোবর : “আপনার সর্বগ্রাসী প্রাতিষ্ঠানিক লুঠ এবং মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সামান্য প্রতিবাদ করলেই তিনি 'কুত্তা'? আর আপনার তল্পিবাহক দলদাস অপদার্থ পুলিশ প্রশাসন 'মহান'?”

সোমবার এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়ে তাঁকে ইস্তফাপত্র দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, “আপনার তোষণের রাজনীতি আর প্রশাসনিক অপদার্থতার কারণে রাজ্যের সর্বত্র মহিলাদের উপর নারকীয়, পৈশাচিক নির্যাতন ঘটলেও কেউ প্রতিবাদ করতে পারবে না!

জনগণের মুখবন্ধ রেখে, ধমকে-চমকে আর কত দিন এভাবে পুলিশ ব্যবহার করে আসনরক্ষা করবেন মাননীয়া?

রাজ্যের মহিলাদের প্রতি ন্যূনতম সম্মান দিতে আপনি অপারগ। অতীতেও মহিলাদের উপর নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা ঘটলে নির্যাতিতার সম্পর্কে আপনি যে সমস্ত শব্দ প্রয়োগ করেছেন, তা সেই নির্যাতিতাদের জন্য প্রত্যক্ষ হেনস্থার সামিল। এরপর রাজ্যের জনগণ যখন আপনার দলদাস প্রশাসনের আতঙ্ক উপেক্ষা করে পথে নামছেন তখন তাঁদের সম্পর্কে এই মন্তব্য রাজ্যের মানুষের মানবাধিকার লঙ্ঘন করে।

প্রতি মুহূর্তে লাঞ্ছিত হয়ে, বিচার না পেয়ে বাংলার মানুষ এখন আপনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একত্রিত হয়েছেন। অনুগ্রহ করে বাংলার মানুষের বিরুদ্ধে এমন চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। অথবা সাহস থাকলে নিজেকে একজন ব্যর্থ প্রশাসক হিসেবে ঘোষণা করে এবং আপনার ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে নিজের ইস্তফাপত্র দান করুন।”

You might also like!