International

9 months ago

Drone attack on Indian ships in Red Sea:লোহিত সাগরে ভারতীয় ভেসেলে ড্রোন হামলা, নেপথ্যে থাকা দেশের নাম প্রকাশ আমেরিকার

Drone attack on Indian ships in Red Sea
Drone attack on Indian ships in Red Sea

 

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : লোহিত সাগরে ভারতীয় জাহাজে ড্রোন হামলা! এমনই বার্তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিভাগ। তাঁদের দাবি, লোহিত সাগরে ড্রোন হামলা চালানো হয় একটি তেল বহনকারী ভারতীয় জাহাজে। পেন্টাগন জানিয়েছে, ভারত উপকূলে গতকাল ইরানের ছোঁড়া ড্রোনের আঘাতে জাপানের একটি রাসায়নিক ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন সামরিক বাহিনী এই ট্যাঙ্কারের দিকে লাগাতার নজর রেখেছে। গতকাল সকালে ভারতীয় উপকূল থেকে ২২০ নটিকাল মাইল দূরে এই ঘটনা ঘটে। হতাহতের কোনও খবর নেই। ভারতীয় নৌবাহিনীও সবরকম সাহায্যে এগিয়ে এসেছে।

এছাড়াও হামলার শিকার হয়েছে এমভি সাইবাবা নামে একটি ভেসেলও। গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয়। ভারতীয় নৌবাহিনী রবিবার জানিয়েছে, ওই ভেসেলে ২৫ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন এবং সবাই সুরক্ষিত রয়েছেন। ওই ভেসেলে ভারতীয় পতাকা ছিল না। লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আমেরিকা।

আরব সাগরের ভারতীয় উপকূলে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী জাহাজে প্রথমে ড্রোন হামলার বিষয়ে জানা যায়। ইরান ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে আমেরিকা। ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। দেশটির উপ বিদেশমন্ত্রী আলি বাঘেরি বলেছেন, হুতি বিদ্রোহীরা ‘তাদের নিজেদের সিদ্ধান্তে এবং সক্ষমতায়’ এসব হামলা চালাচ্ছে।

You might also like!