International

20 hours ago

Donald Trump:রাশিয়ার ওপর চাপ বাড়াতে ট্রাম্পের নতুন চাল, তেল আমদানিতে ন্যাটোকে স্টপ

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:শুল্কযুদ্ধের ময়দানে ফের গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও সরাসরি নিশানায় নিলেন চিনকে এবং ন্যাটোভুক্ত দেশগুলিকে আহ্বান জানালেন তার উপর শুল্ক চাপানোর জন্য। একই সঙ্গে রাশিয়ার চোরা পথের প্রভাব টের পেয়ে এবার ন্যাটো জোটকে রুশ তেল কেনা বন্ধ করার সাফ বার্তাও দিলেন ট্রাম্প।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো দেশগুলি রুশ তেল কেনা বন্ধ করলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হবে। ন্যাটো দেশগুলির রুশ তেল কেনার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ন্যাটোর সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি ‘আতঙ্কিত’। আরও বলেন, “এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে”। ন্যাটো সদস্যদের লেখা এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাঁদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি, সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।” ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে এখনও ১০০ শতাংশ প্রতিজ্ঞাবদ্ধ নয় ন্যাটো দেশগুলি।

উল্লেখ্য, রুশ তেলের সবথেকে বড় ক্রেতা চিন। তালিকায় এর পরেই রয়েছে ভারত। তৃতীয় স্থানে তুরস্ক। তারাও ন্যাটোর সদস্য। ৩২টি রাষ্ট্রের ন্যাটো জোটের সদস্য হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও রুশ তেল কেনে। তাই, মস্কোর উপর বেজিং-এর প্রভাব কমাতে চিনের উপর উচ্চহারে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপাবে। যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক প্রত্যাহারও করা হবে।” ট্রাম্পের দাবি, ন্যাটো দেশগুলির এই পদক্ষেপ যুদ্ধ থামাতে বড় ভূমিকা নেবে।

You might also like!