International

8 months ago

Ram Mandir : প্রবাসী ভারতীয়রাও অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিত পারবেন! জেনে নিন কীভাবে তা সম্ভব

Ayodhya Ram Temple Consecration Shown At Times Square (Symbolic Picture)
Ayodhya Ram Temple Consecration Shown At Times Square (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ২২শে জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে। সেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রবাসী ভারতীয়রাও বঞ্চিত হবেন না। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়্যারে সরাসরি সম্প্রচারিত করা হবে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসেও এই অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর রামমন্দির থেকে দেশ ও বিদেশের সমস্ত রামভক্তদের উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। সমগ্র অনুষ্ঠান বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত করা হবে। গোটা বিষয়টির উপর প্রধানমন্ত্রী স্বয়ং নজরদারি চালাচ্ছেন বলে সূত্রের খবর।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার যে সমস্ত ধর্মীয় আচার রয়েছে তা তিনি পালন করবেন এবং তার আগেও কোনও নিয়ম পালন করতে হলে সেটাও তিনি করবেন বলে রামমন্দির কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সকলের দেখার ব্যবস্থা করার জন্য বিজেপির তরফে দেশজুড়ে বিভিন্ন জায়গায় বড় স্ক্রিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে প্রাণ প্রতিষ্ঠার সময়ই বিগ্রহের দর্শন করতে পারেন, সেজন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

You might also like!