International

1 year ago

Dengue Vaccine Trial: বাংলাদেশে ট্রায়াল হয়ে গেলো ডেঙ্গু টিকা

Dengue vaccine trial in Bangladesh (Symbolic Picture)
Dengue vaccine trial in Bangladesh (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডেঙ্গু এই মুহূর্তে বাংলাদেশের একটি জাতীয় সমস্যা। বাংলা দেশে ডেঙ্গু এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। সে পরিস্থিতিতেই সাফল্য আসলো ডেঙ্গু টিকায়।
যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের আবিষ্কার করা ডেঙ্গু টিকা সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো 'সফলভাবে ট্রায়াল বা পরীক্ষা' চালানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি'র বিজ্ঞানীরা। এই টিকার একটি ডোজ ডেঙ্গুর চারটি ধরণের জন্যই কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। এই টিকা আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ বা এনআইএইচ। টিকার নাম দেয়া হয়েছে টিভি০০৫।
গবেষণায় জানা গেছে, ডেঙ্গুর মোট চারটি ধরণ রয়েছে। এগুলো হচ্ছে ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪। ২০০৯ সাল থেকে এই ডেঙ্গু টিকার পরীক্ষা শুরু হয়। বাংলাদেশে এই টিকা পরীক্ষার সাথে যুক্ত দলটির নেতৃত্ব দিয়েছেন আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী রাশিদুল হক।
তিনি বলেন, বাংলাদেশে পরীক্ষার আগে এটি যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলেও পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল- দুই দেশেই প্রথম ও দ্বিতীয় ধাপের দুটি পরীক্ষাই করা হয়েছে। তিনি বলেন, যেকোনো টিকায় তিনি ধাপে পরীক্ষা করা হয়। মানুষের শরীরে নিরাপদ কিনা? রোগ প্রতিরোধ বাড়ায় কিনা? ও এটি কার্যকর কিনা। এখন পর্যন্ত যা জানা যাচ্ছ, তিন ক্ষেত্রেই এটি সফল।

You might also like!