International

1 year ago

Mexico :মেক্সিকোতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'হিলারি', নিহত ১

Cyclone Hillary hit Mexico, 1 killed
Cyclone Hillary hit Mexico, 1 killed

 

মেক্সিকো, ২১ আগস্ট : মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হিলারি’। এতে বন্যার জলে ভেসে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হানে হারিকেন ‘হিলারি’। ঘূর্ণিঝড় হারিকেনের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। রাজ্যের গভর্নর ও লস অ্যান্জেলেস সিটি মেয়র জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে এই ঘূর্ণিঝড় ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন আমেরিকার আবহাওয়াবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হিলারি এর আগে ঘণ্টায় ১৩০ মাইল বেগে বাতাস নিয়ে শক্তিশালী ক্যাটাগরি ৪ ঝড় ছিল। হারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। এখন শক্তি হারালেও এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাদার কিছু কিছু এলাকায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

এনএইচসি আরও জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যাও দেখা দিতে পারে এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রসাশন। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে ।

You might also like!