International

1 month ago

Petrapol-Benapol border : বেনাপোলে বাংলাদেশ গেটে ঢেকে দেওয়া হল মুজিবরের ছবি, শুরু আমদানি-রফতানি

Petrapol-Benapol border (symbolic picure)
Petrapol-Benapol border (symbolic picure)

 

পেট্রাপোল, ৮ আগস্ট : পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ঢেকে দেওয়া হল বাংলাদেশ গেটে থাকা শেখ মুজিবর রহমানের ছবি। তবে কারা এই কাজ করেছে, তা জানা যায়নি। এতদিন অশান্ত বাংলাদেশে বিভিন্ন প্রান্তে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে দেখা গেলেও, অক্ষত অবস্থায় ছিল ভারত-বাংলাদেশ বেনাপোল সীমান্তের গেটে থাকা শেখ মুজিবর রহমানের ছবি। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের বেনাপোল সীমান্তের গেটে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায় সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এদিকে, অশান্তির আঁচে এখনও জ্বলছে বাংলাদেশ। নানা স্থানে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে আমদানি-রফতানির জন্য খুলে গেল পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা ৩ দিন বন্ধ থাকার পর, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হল আমদানি-রফতানি।

You might also like!