International

9 months ago

BGB to protect Bangladesh: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন লক্ষ্য, বাংলাদেশ জুড়ে ১,১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

BGB to protect Bangladesh
BGB to protect Bangladesh

 

ঢাকা, ২৯ ডিসেম্বর: বাংলাদেশে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সমগ্র দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ আধিকারিক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানী-সহ সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকা-সহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।


You might also like!