International

2 weeks ago

Nepal bus accident : নেপালে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ১৪ ভারতীয়র, আহত ১৬ জন

Nepal bus accident (symbolic picture)
Nepal bus accident (symbolic picture)

 

কাঠমান্ডু, ১৩ আগস্ট : নেপালের তনহুঁ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনাগ্রস্ত বাসে যে ৪০ জন যাত্রী ছিলেন, তাঁরা প্রত্যেকেই ভারতীয়। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। বাসটি ভারতের গোরক্ষপুর থেকে নেপালে গিয়েছিল।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল বাসটি। ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। শুক্রবার তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। নেপাল পুলিশের তরফে তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তর প্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। উত্তর প্রদেশের এক সরকারি আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম এবং রাজ্যের কোনও বাসিন্দা দুর্ঘটনায় কবলে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!