Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Horoscope

1 year ago

Gemini Monthly Horoscope: সুখ-দুঃখের মধ্যে দিয়ে কাটবে মিথুনের এপ্রিল মাস! জানুন মাসিক রাশিফল

Gemini Monthly Horoscope
Gemini Monthly Horoscope

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাসিক রাশিফল অনুযায়ী এপ্রিল মাসটি মিথুন রাশির জাতকদের জন্য মাঝারি ফলদায়ী। দশম স্থানে রাহু, শুক্র ও সূর্য উপস্থিত। এখানে রাহু ও সূর্য মিলে গ্রহণ দোষ নির্মিত হচ্ছে। এটি মিথুন জাতকদের কেরিয়ারের জন্য বিশেষ অনুকূল পরিস্থিতি নয়। তাই মিথুন রাশির জাতকদের এ সময়ে সতর্ক থাকতে হবে, অন্যথা, কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। আবার দেবগুরু বৃহস্পতি বুধের সঙ্গে একাদশ স্থানে অবস্থান করে আয় বৃদ্ধি ঘটাবে। কিন্তু ৯ এপ্রিল বুধ বক্রী অবস্থায় দশম কক্ষে আসবে, এর ফলে কেরিয়ারে সমস্যা ও পারিবারিক জীবনে অসন্তোষ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর এর বিপরীত প্রভাব পড়বে। কারও সঙ্গে কথা কাটাকাটি বা ঝগড়া করবেন না। শান্ত থাকুন। প্রেম জীবনেও মিশ্র ফলাফল লাভ করবেন। বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি অনুকূল। বড় ভাইবোনের সহযোগিতা লাভ করবেন। এপ্রিল মাস মিথুন রাশির জাতকদের জীবনে কেমন প্রভাব বিস্তার করবে জেনে নিন।

মিথুন মাসিক কেরিয়ার রাশিফল​

কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ওঠাপড়ায় ভরে থাকবে। কর্মক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। আপনার কাজ বিশেষ গুরুত্ব পাবে না, হিনমন্যতায় ভুগবেন। তবে পরাজয় স্বীকার না-করে লক্ষ্যে অটল থাকুন, তখনই সাফল্য লাভ সম্ভব। তবে এই কঠিন সময়ে বরিষ্ঠ আধিকারিকরা আপনার পক্ষে থাকবেন। কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতি সত্ত্বেও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্য অর্জন করতে পারবেন।

অন্য দিকে এপ্রিল মাসে মিথুন রাশির ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা লাভ করবেন। তাঁরা আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ব্যবসায়ে উন্নতি হবে।

মিথুন মাসিক আর্থিক রাশিফল​

মাসের শুরুতে ভালো আমদানি হতে পারে, রোজগার বাড়বে। বৃহস্পতির প্রভাবে এ সময়ে আপনাদের আর্থিক বৃদ্ধি উন্নত হবে। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা সম্ভব, যার ফলে আমদানি প্রভাবিত হবে। তবে চেষ্টা করে গেলে নিজের কাজের মাধ্যমে ভালো রোজগার করতে পারবেন। ব্যবসায়ীদের প্রবল লাভের যোগ রয়েছে। মাসের শেষের দিকে সরকারি ক্ষেত্রের মাধ্যমে প্রবল লাভ অর্জন হতে পারে।

মিথুন মাসিক স্বাস্থ্য রাশিফল​

স্বাস্থ্যের দিক দিয়ে এপ্রিল মাসে মিশ্র ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। শারীরিক সমস্যা সম্ভব। জঙ্ঘায় ব্যথা হতে পারে, কোনও আঘাত পেতে পারেন এই রাশির জাতক। কোমরের ব্যথার কারণে চিন্তিত হবেন। তাই কাজের মাঝে বিশ্রাম করুন, এর ফলে ক্লান্তি দূর করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যোন্নতি হবে। রক্তচাপ অনিয়মিত হতে পারে, যত্ন নিন।

মিথুন মাসিক প্রেম রাশিফল​

মাসের শুরু মিথুন জাতকদের প্রেম জীবনের জন্য খুবই ভালো। মনের কথা প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এর ফলে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। তবে মাসের শেষের দিকে প্রেম জীবনে সংঘাত বাঁধতে পারে। সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও উগ্রতা বৃদ্ধি পাবে। বার বার লড়াই হতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

অন্য দিকে দাম্পত্য জীবনের জন্য সময় ভালো। মাসের শুরুতে জীবনসঙ্গীর তরফে ভালো লাভ অর্জন করতে পারেন। জীবনসঙ্গীর নামে বা তাঁর সঙ্গে মিলে কোনও ব্যবসা করতে পারেন। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। ভালোভাবে নিজের দায়িত্ব পালন করবেন।

মিথুন মাসিক পারিবারিক রাশিফল​

এপ্রিল মাসে পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া থাকবে। গ্রহগতির কারণে পারিবারিক জীবনে অবসাদ চরমে থাকবে। বাবার স্বাস্থ্য সমস্যার কারণে চিন্তিত হবেন। পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির সম্ভাবনা রয়েছে। বিচারধারার মতভেদ সংঘাতে পরিণত হতে পারে। একে অপরকে ছোট করার চেষ্টা করবেন। মাসের শেষে পরিস্থিতি আরও বিকট রূপ ধারণ করতে পারেন। তাই ভেবেচিন্তে কথা বলুন। এ সময়ে বাড়ি থেকে দূরে গিয়ে কিছু সময় কাটান, এর ফলে মানসিক শান্তি লাভ করবেন। মাসের শেষে ভাই-বোনের সাহায্যে ভালো লাভ হবে।


You might also like!