দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পর জীবনে কখনোই এগোতে পারেন না। এমনকি অর্থ ধরে রাখতে পারেন না। সেই সঙ্গে তারা বাড়িতেও সুখে থাকতে পারেন না।
বাস্তুত্রুটির ফলেই তাঁদের জীবনে আসে নানান সমস্যা। যদি এমন সমস্যায় আপনি ভোগেন, তা থেকে বের হতে চান তাহলে কিন্তু এক টুকরো লেবু আপনার ভাগ্য বদলে দিতে পারে। তবে কীভাবে ব্যবহার করবেন লেবু, জানুন।
1.যদি আপনি ব্যবসায় সফলতা আনতে চান তাহলে শনিবার করে আপনার দোকান বা কর্মস্থলে বা ব্যবসার জায়গায় একটি লেবুকে ঠেকিয়ে চার টুকরা করে কাটুন। তারপর ব্যবসার জায়গা চার কোণে লেবুর ছড়িয়ে দিন। এতে আপনার কর্মক্ষেত্র থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ব্যবসায় খুব লাভ হবে আপনার।
2.যদি আপনার সংসারের উপর কারোর কুনজর থাকে, তাহলে কিন্তু আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এর থেকে যদি বের হতে চান তাহলে আপনি প্রত্যেক শনিবার করে একটি গোটা লেবু আপনার মাথার চারধারে ঘোরাবেন। তবে ৭ বার ঘোরাবেন। তারপর লেবুটি চার টুকরো করে কাটবেন। লেবু কেটে আপনার বাড়ির চার কোনায় ফেলে দিন। তাহলে আপনার পরিবারের উপর থাকা অশুভ দৃষ্টি চলে যাবে।
3.আপনি যদি চাকরিতে সফলতা অর্জন করতে চান ও কাজের পরেও চাকরিতে যদি সফলতা অর্জন করতে না পারেন তাহলে একটি লেবু চার ভাগ করে কেটে তাতে লবঙ্গ ভরে আপনি হনুমান মন্দিরে দিয়ে রেখে আসুন । সেই সঙ্গে হনুমান চালিশা পাঠ করুন। হনুমান দেবতার পূজা করুন। তাহলে আপনি জীবনে আরও এগিয়ে যেতে পারবেন । প্রত্যেকটি চাকরিতেই সফলতা অর্জন করতে পারবেন।
4.যদি আপনি বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান তাহলে লঙ্কা আর লেবু একসঙ্গে বেঁধে বাড়ির প্রধান দরজার সামনে ঝুলিয়ে রাখুন। এতে আপনার ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। নেতিবাচক শক্তিও বাড়ি থেকে বিদায় নেবে।