Horoscope

6 months ago

Lal Tilak: কপালে লাল তিলক লাগাবেন না এই রাশির জাতকেরা! জানুন

Red Tilak (File Picture)
Red Tilak (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান রকমের পূজার্চনায় কপালে লাল তিলক লাগানোর প্রচলন রয়েছে। মনে করা হয় এই তিলক অত্যন্ত শুভ। তবে এই দুই রাশির জাতকরা ভুলেও কপালে লাল রঙের তিলক লাগাবেন না।

বৈদিক জ্যোতিষ অনুসারে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। লাল রং এই দুই রাশির জাতকদের জন্য শুভ। তবে যদি এই দুই রাশির জন্মছকে মঙ্গল নীচস্থ স্থানে থাকে, তাহলে এই দুই রাশির জাতকদের লাল তিলক লাগানো চলবে না। মঙ্গল অশুভ হলে এমনিতেই রাগ, উত্তেজনা ও ঈর্ষাবোধ প্রবল হয় মেষ ও বৃশ্চিক রাশির জাতকদের। তার উপর লাল তিলক এদের রাগ উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

শুধু লাল তিলক নয়, লাল রঙের যে কোনও ব্যবহার থেকেই এঁদের দূরে থাকা দরকার। মেষ ও বৃশ্চিক রাশির কোষ্ঠীতে মঙ্গল দুর্বল হলে লাল রং তাঁদের জন্য অশুভ প্রভাব নিয়ে আসে।

আরও একটি বিষয় মনে রাখা দরকার। জ্যোতিষ অনুসারে শনি ও মঙ্গল হল পরস্পরের শত্রু গ্রহ। শনি মঙ্গলের প্রিয় রং লাল মোটেও পছন্দ করেন না। শনির প্রিয় রং হল কালো। মকর ও কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। শনিকে তুষ্ট রাখতে এই দুই রাশির জাতকদের লাল রং এড়িয়ে চলা উচিত। তাই মকর ও কুম্ভ রাশির জাতকদের ভুলেও লাল তিলক লাগানো উচিত নয়। লাল পোশাক থেকেও দূরে থাকুন এই দুই রাশির জাতকরা।

You might also like!