দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০ ফেব্রুয়ারি মিত্র শনির রাশি কুম্ভ প্রবেশ করবে বুধ। এই রাশিত উপস্থিত শনির সঙ্গে বুধের যুতি হবে। বুধের রাশি পরিবর্তনের ফলে ৪ রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। কারা তালিকায় জেনে নিন।
মেষ রাশি
বুধের গোচর মেষ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। আপনার রাশির একাদশ স্থানে বুধ ভ্রমণ করবে। এ সময়ে অসাধারণ হারে আয় বাড়বে মেষ রাশির জাতকদের। পাশাপাশি আয়ের নতুন উৎস লাভ করবেন। লগ্নির দ্বারাও লাভ অর্জন করতে পারেন। চাকরিতে প্রভাব বাড়বে, পাশাপাশি কোনও নতুন দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক। শেয়ার বাজার, বেটিং ও লটারির মাধ্যণে অর্থ উপার্জন করতে পারেন।
মিথুন রাশি
বুধের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে। বুধ আপনার রাশির নবম স্থানে বিচরণ করবে। এ সময়ে ভাগ্যের সঙ্গ লাভ করবেন। পরিকল্পিত প্রকল্প সফল হবে। এ সময়ে মান-সম্মান ও প্রতিষ্ঠা লাভ করবেন। চাকরিতে পরিবর্তনের চেষ্টা করলে তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। চাকরিতে পদোন্নতি আটকে থাকলে, তাতেও উন্নতির যোগ রয়েছে। এ সময়ে দেশ-বিদেশের যাত্রা করতে পারেন।
মকর রাশি
বুধের রাশি পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য লাভপ্রদ প্রমাণিত হবে। আপনার রাশির ধন ও বাণীর স্থানে বিচরণ করবে। বিভিন্ন সময় অন্তর অন্তর আকস্মিক ধন লাভ করবেন এই রাশির জাতকরা। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে। নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করবেন। স্বাস্থ্য ভালো থাকবে। কেরিয়ার ও আয়ের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নেবেন। এ সময়ে আপনাদের আর্থিক সম্পর্ক মজবুত হবে। কাজ ও ব্যবসা সংক্রান্ত মার্কেটিং, যোগাযোগ, মিডিয়া ও বাণী ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকদের জন্য ভালো লাভ হবে।
কুম্ভ রাশি
জ্যোতিষ অনুযায়ী কুম্ভ রাশির জাতকদের জন্যও বুধের রাশি পরিবর্তন লাভজনক প্রমাণিচ হবে। এই রাশিতেই বুধের গোচর করবে। লগ্ন স্থানে উপস্থিত বুধ কুম্ভ জাতকদের কার্যশৈলী উন্নত করবে। নিজের কাজ ও স্বাস্থ্যকে প্রাথমিক গুরুত্ব প্রদান করবেন। ধন বৃদ্ধির একাধিক সুযোগ লাভ করবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। বিবাহিত জীবন আনন্দে কাটবে। অংশীদারীর ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে সময় অনুকূল।