Health

1 year ago

Aindrila Sharma: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার স্ট্রোক, অবস্থা সংকটজনক , কী ভাবে চিনবেন এই রোগ

Aindrila Sharma
Aindrila Sharma

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাণোচ্ছ্বল অভিনেত্রী! হঠাৎ যে কী হয়ে গেল? স্ট্রোকে আক্রান্ত হয়ে ভেন্টিলশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মঙ্গলবার রাতে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। হাসপাতাল সূত্রের খবর, কোমায় রয়েছেন ঐন্দ্রিলা। এমন খবরে চমকে উঠেছেন অনেকেই। 

এমাদের ধারনা, স্ট্রোক হৃদ্‌যন্ত্রের রোগ। আসলে তা নয়। স্ট্রোক সম্পূর্ণ মস্তিষ্কের বিষয়। মস্তিষ্কের রক্তনালি বন্ধ হয়ে গেলে কিংবা রক্তনালি ছিঁড়ে রক্তক্ষরণই স্ট্রোকের কারণ।

১/ হঠাৎ মুখ বেঁকে যাওয়া স্ট্রোকের অন্যতম প্রধান লক্ষণ। সাধারণত মুখের এক দিক ঝুলে যায়। কথায় জড়তা দেখা দেয় বা কথা বলতে সমস্যা হয়। দেখে মনে হতে পারে রোগী মুখ বেঁকিয়ে হাসছেন।

২/ হাতের আকস্মিক দুর্বলতাও স্ট্রোকের লক্ষণ হতে পারে। এ ক্ষেত্রে রোগীকে দুই হাত একই সঙ্গে সামনের দিকে তুলতে বলা হয়। স্ট্রোক হলে এক হাত অন্য হাতের তুলনায় বেশি ঝুঁকে থাকে।

৩/ হঠাৎ করে কথা বলার সমস্যা দেখা দিলেও হতে হবে সতর্ক। স্ট্রোক হলে খুব সরল কোনও বাক্য গঠন করতেও সমস্যা তৈরি হয়। ধরুন ‘পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা’ এ রকম কোনও বাক্য গঠন করতেও হতে পারে সমস্যা।

এই সমস্যাগুলি ছাড়াও, হাঁটতে অসুবিধা হওয়া, ভারসাম্য বিগড়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, চারদিক অন্ধকার লাগা কিংবা অসহ্য মাথাব্যথার সঙ্গে বমি হওয়া ও প্রস্রাব ধরে রাখতে না পারাও স্ট্রোকের লক্ষণ হতে পারে। এই ধরনের কোনও লক্ষণ দেখলেই দেরি না করে রোগীকে নিয়ে যেতে হবে হাসপাতালে।

You might also like!