Health

1 year ago

Pumpkin leaves : 'কুমড়ো পাতা' সুস্বাস্থ্যের অমূল্য সম্পদ

pumpkin leaves
pumpkin leaves

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কুমড়ো শাক অনেকেরই পছন্দের খাদ্য তালিকায় আছে। তবে, অনেকেরই হয়তো অজানা এর  স্বাস্থ্য গুণাগুণের বিষয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এ সবজির সবুজ পাতা নিয়মিত খাওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ চোখের সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও কুমড়ো পাতার অন্যান্য উপকারিতা রয়েছে। পাঠকদের জন্য কুমড়ো পাতার অন্যান্য উপকারিতা তুলে ধরা হলো-

রক্তস্বল্পতার সমস্যা সমাধান: কুমড়ো সবজির পাতা সবুজ রঙের। সবুজ এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে রক্তের অভাব থেকে রক্ষা করে। পরিবারের সকল মহিলা এবং শিশুদের নিয়মিত এই সবুজ পাতা খাওয়া উচিত।

ক্ষত নিরাময়: কুমড়ো পাতায় ভিটামিন-সি রয়েছে। এ উপাদানটি দ্রুত সময়ে শরীরের কোনো ক্ষতকে সারিয়ে তুলতে উপকারে আসে। তাই শরীরের কোনো অংশে আঘাত বা অভ্যন্তরীণ কাঁটা ছেড়া হয় তাহলে অবশ্যই নিয়মিত কুমড়ো পাতা খান। এছাড়াও নিয়মিত কুমড়ো পাতা খাওয়ার ফলে দাঁত ও শরীরের হাড়কে মজবুত করে তুলতে কাজ করে।

হার্ট ভালো রাখে - হার্টের অসুখ প্রতিরোধ করতে কুমড়ো পাতা খুবই উপযোগী।  এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কুমড়ো পাতা। আসলে এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার। আর এই উপাদান রক্তে উপস্থিত কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলতঃ হার্ট থাকে সুস্থ।

 হাড় শক্ত করে - হাড়ের জোর বাড়াতে চাইলে আপনাকে রোজের ডায়েটে কুমড়ো পাতা রাখতেই হবে। আসলে এই পাতায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম এবং ফসফরাস। আর এই দুই উপাদান কিন্তু হাড়ের জোর বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই হাড়ের ক্ষয়জনিত রোগের ফাঁদ থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত কুমড়ো পাতার তরকারি খান।

কোলোন ক্যানসার প্রতিরোধে সাহায্য করবে​ -সুখবর হল, নিয়মিত কুমড়ো পাতার পদ পাতে থাকলে কোলোন ক্যানসারের মতো ঘাতক অসুখের খপ্পরে পড়ার আশঙ্কা কমবে। আসলে এই পাতায় উপস্থিত প্রচুর পরিমাণে ফাইবার অন্ত্রের হাল ফেরায়। ফলে কর্কটরোগে আক্রান্ত হওয়ার হ্রাস পায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে - আমাদের চারাপাশে রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের সাজানো ঘর, বাড়ি। আর একটু সুযোগ দিলেই এইসব জীবাণু আমাদের শরীরের উপর আক্রমণ শানায়। এই কারণেই বিশেষজ্ঞরা বারবার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পক্ষে সওয়াল করেন। আর এই কাজে আপনার সহযোদ্ধা হতে পারে কুমড়ো পাতা। আসলে এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি মজুত রয়েছে যা কিনা ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে।


You might also like!