Health

1 year ago

Hydration Tips: গরমে শরীর রাখুন হাইড্রেটেড, বৃদ্ধি করুন জল খাওয়ার পরিমাণ

Hydration Tips
Hydration Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এবছর ফেব্রুয়ারি মাসেই সকল অনুভব করছেন গরমের আমেজ। আর গরম মানেই নানান জটিলতা। গরমের সময় অধিকাংশ ভোগেন নানান জটিলতায়। এই সময় ডিহাইড্রেসন সব থেকে সাধারণ সমস্যা। এর কারণে পেটের সমস্যা, বমি ভাব থেকে শুরু করে দেখা দেয় একাধিক জটিলতা। গরমে জল পান করলেও অধিকাংশ ভোগেন এই সমস্যায়। এবছর গরম পড়ার আগেই সতর্ক হন। এই কয় পদ্ধতি মেনে বৃদ্ধি করুন জল খাওয়ার পরিমাণ। শরীরে পর্যাপ্ত জল থাকলে মুক্তি পাবেন এই সমস্যা থেকে। দেখে নিন কী করবেন কী নয়।

অনেক সময় জল পান করতে অনেকেরই ভালো লাগে না। তাই জুস খেতে পারেন। শসা, তরমুজ, স্ট্রবেরি-র মতো ফল দিয়ে জুস তৈরি করে নিন। এমন জুস খেলে ফলের গুণে শরীরে পুষ্টির জোগা ঘটবে তেমনই এই জুসে থাকা জল শরীরে জলের ঘাটতি পূরণ করবে।

অ্যালার্ম সেট করে রাখুন। জল পান করতে অনেকেই ভুলে যান। তাদের জন্য এই টোটকা উপকারী। আধ ঘন্টা অন্তর অ্যালার্ম দিয়ে রাখুন। এতে জল খাওয়ার কম ভুলবেন না।

এমন সবজি খান যাতে জল আছে। লেটুস, সেলারি সহ একাধিক সবজিতে নির্দিষ্ট পরিমাণ জল থাকে। নিয়ম করে এই সকল সবজি দিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন। অথবা স্যুপ বানিয়ে খেত পারেন। এতে মিলবে উপকার।

জলের বিকল্প বেছে নিতে পারেন। সব সময় জল পান অনেকেরই ভালো লাগে না। এক্ষেত্রে জুস, সোডা, স্যুপ এমন খাবারও খেতে পারেন। এতে শরীরে জলের ঘাটতি পূরণ হবে।

তবে, জল পানের আগে নিশ্চিত করুন তা জীবাণু মুক্ত কি না। অধিকাংশ এই ভুল করেন। আজ জলের মাধ্যমে দ্রুত শরীরে জীবাণু প্রবেশ করে। তাই একেবার এই ভুল নয়। তেমনই প্লাস্টিকের বোতলে জল খাবেন না। এটি শরীরের জন্য ক্ষতিকর। প্লাস্টিকের বোতলে জল পান করলে তার মধ্যে থেকে জীবাণু শরীরে প্রবেশ করে। তাই মেনে চলুন বিশেষ টিপস। সঙ্গে গরমে অনেকে ঠান্ডার জল পান করেন। এই অভ্যেস ত্যাগ করুন । গরমে সরাসরি ফ্রিজের জল পান করবেন না। ঠান্ডা জলে নির্দিষ্টি পরিমাণ গরম জল মিশিয়ে পান করুন। সঙ্গে রোজ ৭ থেকে ৮ গ্লাস জল পান করুন। এতে শরীর থাকবে সুস্থ। দূর হবে নানান জটিলতা।


You might also like!