Health

4 weeks ago

Health tips: গাড়িতে উঠলেই কি বমি হয়? আজই জানুন এই ছোট্ট টিপস গুলি!

Health
Health

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কম বেশী অনেকেই বাস বা গাড়িতে দীর্ঘক্ষন ভ্রমণ করলে বমি বমি ভাব অনুভব করেন। কেউ তো আবার বাসে উঠলেই বমি করেন। এক্ষেত্রে অনেক সময় নানা পন্থা অবলম্বন করেও কোন কাজ হয়না। এবার এই বিষয়েই কিচ্ছু টিপস দিলেন চিকিৎসকরা।

 চিকিৎসকদের মতে, এটা আসলে Motion Sickness। মানুষের শরীরে ৩টি অংশ গতি নির্ণয় করতে পারে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌঁছে যায়। এই তিনটি অংশ হল- চোখ, অন্তঃকর্ণ এবং ত্বক। এদের 'সেন্সরি রিসেপ্টর' বলা হয়। যখনই এই ৩ সেন্সরের মধ্যে কোনও অসামঞ্জস্যতা দেখা দেয়, তখনই মূলত মোশন সিকনেস দেখা দেয়। গাড়িতে উঠার আগে লবঙ্গ পিষে রাখতে পারেন সঙ্গে। বমি বমি ভাব হলে অল্প লবঙ্গের গুঁড়ো অল্প চিনি দিয়ে মুখের ভিতর ফেলে রাখুন। এছাড়াও তুলসী পাতার গন্ধ নিলে বমি ভাব কাটাতে পারে। বাসের সিটে খবরের কাগড় বা পেপার পড়ুন এবং সেই পেপারের উপর বসলে অনেক সময় বমি ভাব রোধ করা যেতে পারে। 

You might also like!