Health

1 year ago

Omicron :আন্তর্জাতিক ভ্রমণকারীদের পরীক্ষার সময় ১১টি ওমিক্রন উপ-প্রজাতি পাওয়া গিয়েছে

Omicron subspecies
Omicron subspecies

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : ভারতে ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক ভ্রমণকারীদের পরীক্ষার সময় ১১টি ওমিক্রন উপ-প্রজাতি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে পরীক্ষার সময় ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে ১১টি ওমিক্রন উপ-প্রজাতি পাওয়া গিয়েছে। মোট ১৯,২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১২৪ জন আন্তর্জাতিক ভ্রমণকারী পজিটিভ পাওয়া গিয়েছে এবং তাদের নিভৃতবাসে রাখা হয়েছে।

সরকারি সূত্রের খবর, ১২৪টি পজিটিভি নমুনার মধ্যে, ৪০টির জিনোম সিকোয়েন্সিং ফলাফল পাওয়া গিয়েছে, যার মধ্যে এক্সবিবি.১ -সহ এক্সবিবি সর্বাধিক ১৪টি নমুনায় পাওয়া গিয়েছে। একটি নমুনায় বিএফ ৭.৪.১ পাওয়া গিয়েছে।

You might also like!