Game

1 month ago

Zimbabwe is interested in hosting the Women-s Twen:মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে, ঠিক হবে ২০ আগস্ট

Zimbabwe is interested in hosting the Women-s Twen
Zimbabwe is interested in hosting the Women-s Twen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই বছর মহিলাদের টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অশান্তি বিরাজ করছে। সেই প্রেক্ষাপটে বিকল্প ভেন্যুর কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরশাহির নাম। এবার এই তালিকায় যুক্ত হল জিম্বাবুয়ের নাম। তারাও এই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী বলে জানিয়েছে।

বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। কারণ, তারা ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। জিম্বাবুয়ে, আরব আমিরশাহি আর বাংলাদেশের মধ্যে কোন দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে তা ঠিক হবে আইসিসির ২০ আগস্ট-এর মিটিং-এ।


You might also like!