Game

7 months ago

Zinedine Zidane:কোচিংয়ে ফেরার বার্তা দিলেন জিদান

Zinedine Zidane
Zinedine Zidane

 

প্যারিস, ২৮ ফেব্রুয়ারি : রিয়াল মাদ্রিদের হয়ে শেষ বার কোচিং করেছেন ১৯২১ সালে। এরপর থেকে কোচিংয়ে নেই জিনেদিন জিদান। গুঞ্জন উঠেছে, ৩ বছর বিরতির পর আবার আগামী মরসুমে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেবেন ফরাসি কিংবদন্তি। কোচিংয়ে ফেরার বিষয়টি নিয়ে জিদান শুধু বলেছেন, 'কোচিংয়ে ফিরতে চান তিনি'।

রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি বিশ্রামে আছেন। তবে এবার ডাগআউটে ফিরতে প্রস্তুত হচ্ছেন ফরাসি কিংবদন্তি। কোথায় তিনি যেতে পারেন? শোনা যাচ্ছে চলতি মরসুম শেষে টমাস টুখেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর তাঁর স্থলাভিষিক্ত হিসেবে জিদান ব্রায়ান মিউনিখে যেতে পারেন এরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এনিয়ে অবশ্য এখনও কিছু বলেননি জিদান। তবে তিনি যে শিগগিরই কোচিংয়ে ফিরছেন এরকমই একটা বার্তা দিয়ে রেখেছেন। আর সম্প্রতি ইতালি ও য়্যুভেন্তাসের প্রাক্তন কোচ মার্সেলো লিপ্পিকে নিয়ে যে একটি তথ্যচিত্রের প্রদর্শনী হয়েছিল সেখানেও অংশ নিয়ে কোচিংয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন জিদান। এই ফরাসি কিংবদন্তির কাছে জানতে চাওয়া হয়েছিল ইতালিতে কোচিং করানোর আগ্রহ আছে কিনা। উত্তরে জিদান শুধু বলেছেন, ‘ইতালিতে কোচিং কেন নয়। যে কোনও কিছু ঘটতে পারে।’


You might also like!