Game

6 months ago

Mohun Bagan Vs Kerala Blasters : দুই দিমির লড়াইয়ে মাঝে আজ বাগানের কাঁটা প্রীতম

Mohun Bagan Vs Kerala Blasters
Mohun Bagan Vs Kerala Blasters

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দু’জনের নামে যেমন মিল। তেমনই খেলাতেও। মোহনবাগান সুপারজায়ান্টকে গোল করে যেমন আইএসএলে টেনে নিয়ে চলেছেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস, তেমনই কেরালা ব্লাস্টার্সের গোলমেশিন গ্রিসের ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস। এবার লিগে কেরালার দিমি ১৪ ম্যাচে ১০ গোল করে ফেলেছেন।

সবুজ মেরুনের দিমির এবার গোল সংখ্যা ৮। মোহনবাগানের দিমিকে আটকানোর জন্য আবার মরিয়া এক বঙ্গসন্তান প্রীতম কোটাল। গত মরসুমে এই ডিফেন্ডারের নেতৃত্বেই মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার সেই প্রীতম মোহনবাগানের লিগ শিল্ড জয়ের পথে বড় কাঁটা হয়ে উঠতে চান বুধবার ম্যাচে।

কেরালা থেকে অবশ্য ফোনে দিমিত্রির প্রশংসা করে প্রীতম বলেছেন, ‘দিমি আরও কয়েক বছর এভাবেই খেলে গেলে ও ব্যারেটোর মতোই সম্মান পাবে।’ ফুটবল অবশ্যই টিম গেমের খেলা। তারমধ্যেও নিজেকে ছাপিয়ে নায়ক হয়ে ওঠেন বিশেষ কেউ। দিমিত্রি এখন তেমনই। প্রথম লেগে এই কেরালার কাছেই ০-১ হারতে হয়েছিল।

৯ মিনিটেই দিমিত্রিয়স দিয়ামান্তাকসের দেওয়া গোলে এগিয়ে গিয়েছিল কেরল। সেই গোল অনেক চেষ্টা করেও আর শোধ করতে পারেনি মোহনবাগান। তারপর অবশ্য অনেক কিছু বদলেছে। কোচ বদলে ছন্দে ফিরে এসেছেন দিমিত্রিরা। টানা সাত ম্যাচে তারা অপরাজিত। সদ্য ডার্বি জেতার আত্মবিশ্বাস তো আছেই।

তবে, খেলা যেহেতু কোচিতে কেরালা মাঠ ভর্তি সমর্থক পাবে। যা ভালো ব্যাপার বলেই মনে করছেন মোহনবাগান কোচ আন্তনিও আবাস। কেরালা উড়ে যাওয়ার আগে তিনি বলে যান, ‘গ্যালারিতে এক হাজার দর্শক থাকার চেয়ে মাঠ ভর্তি সমর্থক থাকা অবশ্যই ভালো।’

বাগান কোচকে ভাবাচ্ছে পরপর খেলা। বলেই দিলেন, ‘ইস্টবেঙ্গলকে হারিয়ে ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই আমাদের খেলতে হচ্ছে। প্রস্তুতির সুযোগ বা চিন্তাভাবনার সুযোগ পাইনি সে ভাবে। ডার্বির চেয়ে এই ম্যাচের লড়াই আমাদের কাছে কিছু কম নয়। তবে, পেশাদার ফুটবলে এই সব নিয়েই চলতে হবে।’

নর্থইস্টকে মঙ্গলবার মুম্বই হারিয়ে দেওয়ায় পয়েন্টের বিচারে তারা লিগ টেবলে এখন এক নম্বরে। তবে দুই ম্যাচ বেশি খেলে। মোহনবাগান এক থেকে দুয়ে নেমে এসেছে। কেরলেরও আরও বাকি পাঁচটা ম্যাচ। সুপার সিক্সে জায়গা পাকা করতে প্রীতমদের চাই আরও পাঁচ পয়েন্ট। ঘরের মাঠে কেরালা যে ঝাঁপিয়ে পড়বে, সন্দেহ নেই।

আজ আইএসএলে মোহনবাগান এসজি : কেরালা ব্লাস্টার্স (সন্ধে ৭.৩০) সরাসরি স্পোর্টস ১৮

You might also like!