Game

5 hours ago

FIFA Football Awards 2025: মঙ্গলবার দোহায় বসছে ‘ফিফা দ্য বেস্ট’–এর আসর

FIFA Football Awards 2025
FIFA Football Awards 2025

 

দোহা, ১৬ ডিসেম্বর  : মঙ্গলবার থেকে টানা দ্বিতীয়বারের মতো কাতারে বসতে যাচ্ছে 'ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস'-এর আসর। দ্য বেস্টের অনুষ্ঠানে ২০২৫ সালের বিশ্বের সেরা পুরুষ ও মহিলা ফুটবলারদের পাশাপাশি সেরা কোচদেরও সম্মাননা দেওয়া হবে, এছাড়াও থাকবে আরও কয়েকটি পুরস্কার। ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, বিভিন্ন ক্যাটাগরির বিজয়ী নির্ধারণে ১৬ মিলিয়নেরও বেশি ভক্ত ভোট দিয়েছেন।

এ বছর সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পিএসজির ফরাসি তারকা ওসমান দেম্বেলে ও তার মরক্কান সতীর্থ আশরাফ হাকিমি, বার্সেলোনার রাফিনিয়া ও লামিনে ইয়ামাল, লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মহম্মদ সালাহ, এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।

উল্লেখ্য, গত বছর কাতারেই দ্য বেস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ২০২৪ সালের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন, আর বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছিলেন সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার।

You might also like!