Game

2 months ago

Spain beat England : ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর শিরোপা জিতল স্পেন

Spain won (symbolic picture)
Spain won (symbolic picture)

 

বার্লিন, ১৫ জুলাই : অতিরিক্ত সময়ে খেলাটা গড়াচ্ছিল । কিন্তু হলো না। শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়ে গেল স্পেন। শেষ মুহূর্তে ওয়ারজাবল স্পেনকে আরও একবার লিড এনে দিল। ইংল্যান্ড ম্যাচে আর ফিরতে পারল না। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলার রং পাল্টে দেয় স্পেন। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই স্পেনের নিকো উইলিয়ামস গোল করে দলকে এগিয়ে দেন। ইয়ামালের পাস থেকে গোল করেন এই উইঙ্গার।

ম্যাচের ৭৩ মিনিটে বদলি কোল পালমারের দুর্দান্ত এক গোলে ইংল্যান্ড সমতায় ফেরে। এরপর স্পেন আবারও বল দখল করে আক্রমণে যায়। তার ফলও পেয়ে যায় ম্যাচের ৮৬ মিনিটে। কুকুরেলার পাস থেকে ওয়ান টাচে গোল করেন মিকেল ওয়ারজাবল। সেই গোলের উত্তর আর দিতে পারেনি ইংল্যান্ড। ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে গিয়ে হারল ইংল্যান্ড। ২০২১ সালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল তারা। এই নিয়ে চতুর্থবারের মতো ইউরো শিরোপা জিতল স্পেন। এর আগে ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালে ইউরোর শিরোপা জিতেছিল স্পেন। ইউরোপের কোনও দল চারবার এই শিরোপা জেতেনি।

You might also like!