Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Game

1 month ago

England vs West Indies: রুটের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ওয়ান'ডে সিরিজ ইংল্যান্ডের

England vs West Indies, second ODI
England vs West Indies, second ODI

 

কার্ডিফ,২ জুন : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কিচি কার্টির সেঞ্চুরিতে ৩০৮ রান করেও ওয়েস্ট ইন্ডিজ হার এড়াতে পারলো না। জো রুটের রেকর্ডগড়া শতকের উপর ভর করে জয় পেল ইংল্যান্ড। তাতে এক ম্যাচ হাতে রেখেই রবিবার সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

কার্ডিফে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার জুয়েল অ্যান্ড্রু আউটের পর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান কেসি কার্টি এবং ব্রেন্ডন কিং। দুইজন মিলে ১৪১ রানের জুটি গড়েন। কিং ৫৯ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে কার্টি ১০৫ বলে ১০৩ রানে থামেন। এটি তার কেরিয়ারের তৃতীয় শতক। কার্টির বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৩০৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের সাকিব মাহমুদ ৯.৪ ওভারে মাত্র ৩৭ রানে ৩টি উইকেট নেন বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে। তবে দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন জো রুট ও হ্যারি ব্রুক।এই জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ব্রুক ৪৭ রান করে ফিরে যাওয়ার পরেই ইংল্যান্ড তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জস বাটলারকেও হারায়। বাটলার কোন রান করতে পারেননি। এরপর চতুর্থ উইকেটে রুটের সাথে ৪০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন জ্যাকব বেথেল।

এরপর ১২২ বলে ১৪৩ রানের ঝড়ো জুটি গড়েন রুট ও উইল জ্যাকস। জ্যাকস ৫৮ বলে ৪৯ রান করে আউট হন। অপরদিকে সেঞ্চুরি করেন রুট। ১৩৯ বলে ১৬৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আদিল রশিদকে নিয়ে ৭ বল বাকি থাকতেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন রুট। এদিকে শতক হাঁকানোর দিন ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। ওয়ানডে ক্রিকেটে তিনিই এখন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

You might also like!