Game

1 month ago

Alcaraz records : অলিম্পিক টেনিস: রেকর্ড গড়ে অলিম্পিকের ফাইনালে আলকারাস

Alcaraz records   (symbolic picture)
Alcaraz records (symbolic picture)

 

প্যারিস : ১৯৯৮ সালের পর ‘গ্রেটেস্ট শো অন আর্থে’ টেনিস আবার শুরু হয়েছে। এরপর সবচেয়ে কম বয়সে ফাইনালে উঠে রেকর্ড করলেন আলকারাস। গতকাল রাতে ফাইনালে ওঠার পথে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে মাত্র ৭৫ মিনিটে সরাসরি ৬-১, ৬-১ গেমে হারালেন আলকারাস। আলকারাস সেমিফাইনালে খেলবেন দ্বিতীয় সেমিফাইনালে নোভাক জোকোভিচ- লরেঞ্জো ‍মুসেত্তির মধ্যে যে জিতবে তার সঙ্গে। রবিবার হবে ফাইনাল। আর ফাইনাল যদি জিততে পারেন অলকারাস তাহলে তিনিই হবেন সর্বকনিষ্ঠ অলিম্পিকে সোনা জয়ী খেলোয়াড়। বর্তমানে এই রেকর্ডটির মালিক আছেন চেকোস্লাভিয়ার প্রাক্তন টেনিস খেলোয়াড় মিলোস্লাভ মেকির। ১৯৮৮র সিউল অলিম্পিকে ২৪ বছর বয়সে তিনি সোনা জেতেন।

You might also like!