Game

1 month ago

VIRAT-SACHIN: শুধু সেঞ্চুরিতেই নয়, শচীনকে ক্যাচের কীর্তিতেও পেছনে ফেলছেন কোহলি

VIRAT-SACHIN
VIRAT-SACHIN

 

কলকাতা, ২৫ নভেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতেঅস্ট্রেলিয়ার মাটিতে এখন ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। রবিবার পার্থ–এ ৭ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে (৬)। তবে স অস্ট্রেলিয়ার মাটিতেঅস্ট্রেলিয়ার মাটিতে এখন ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। রবিবার পার্থ–এ ৭ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে (৬)। তবে সমান সংখ্যক সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়েরও (৭)।

শুধু সেঞ্চুরিতে নয়, টেস্টে সর্বোচ্চ ক্যাচের তালিকায় তিনি শচীন তেন্ডুলকারকে টপকে গেলেন । ১১৬ ক্যাচ নিয়ে এখন তৃতীয় সর্বোচ্চ ক্যাচার ৩৬ বছর বয়সী এই ব্যাটার। এতদিন ১১৫ ক্যাচ নিয়ে যৌথভাবে শচীনের সঙ্গে তৃতীয় ছিলেন। এবার ‘লিটল মাস্টারকে’ পেছনে ফেলেছেন তিনি।

চূড়াটা অবশ্য অনেক দূরের পথ কোহলির জন্য। ২১০ ক্যাচ নিয়ে শীর্ষে আছেন আরেক ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন অধিনায়কের পরেই আছেন ১৩৫ ক্যাচ নেওয়া ভিভিএস লক্ষ্ণণ।


You might also like!