Game

6 months ago

Most sixes in a T20 match record:৫২৩ রান ও ৩৮ ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচ দেখালো আইপিএল

Abhishek Sharma and Rohit Sharma in six-hitting mode.
Abhishek Sharma and Rohit Sharma in six-hitting mode.

 

কলকাতা, ২৮ মার্চ : বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বইয়ের বিপক্ষে প্যাট কামিন্সের দল প্রথমে ব্যাট করতে নেমে করে ২৭৭ রান।

আইপিএলে সর্বোচ্চ দলীয় রানের আগের রেকর্ডটি করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০১৩ সালে, পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল। এক দশক পর সেই রেকর্ড ভেঙে দিল হায়দরাবাদ।

**বুধবারের ম্যাচটিতে মোট রান হয়েছে ৫২৩। আইপিএল তো বটেই স্বীকৃত টি-টোয়েন্টিতে এত রান হয়নি আগে। আগের রেকর্ড ছিল ৫১৭ রান, গতবছর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।

**আইপিএল ইতিহাসে এই প্রথম এক ম্যাচে হলো ৫০০ রান। এর আগে ২০১০ সালে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে হয়েছিল ৪৬৯ রান।

**ব্যাটিং স্বর্গে বুধবার ছক্কার বৃষ্টি ঝরান হায়দরাবাদ ও মুম্বইয়ের ব্যাটসম্যানরা। হায়দরাবাদের ইনিংসে ছক্কা হয়েছে ১৮টি, মুম্বই মেরেছে ২০টি। ম্যাচে মোট ছক্কা হয়েছে ৩৮টি। এটাও বিশ্ব রেকর্ড।

**স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে বেশি ছক্কার আগের রেকর্ডটি হয়েছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগে ২০১৮ সালে। বালখ লেজেন্ডস ও কাবুল জাওয়ানানের ম্যাচে হয়েছিল ৩৭টি ছক্কা।

**বুধবার আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডও স্পর্শ করেছে হায়দরাবাদ-মুম্বইয়ের ম্যাচটি। এই লড়াইয়ে মোট বাউন্ডারি হয়েছে ৬৯টি। ২০১০ সালে চেন্নাই ও রাজস্থানের ম্যাচটিতেও হয়েছিল সমান সংখ্যক বাউন্ডারি।

**চার-ছক্কা থেকে আইপিএলে সবচেয়ে বেশি রান হয়েছে গতকালের ম্যাচে, ৩৫২ রান। আগের রেকর্ডটি ছিল ৩৩৬ রানের চেন্নাই ও রাজস্থানের ২০১০ সালের ম্যাচে।


You might also like!