Game

7 months ago

Police Raid: ভারতীয় ক্রিকেট কোচের বাড়িতে হানা পুলিশের! উদ্ধার হল কোটি টাকা

Tushar Arothe (File Picture)
Tushar Arothe (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে বিতর্কের কেন্দ্রে এবার ভারতীয় ক্রিকেটের মহিলা দলের প্রাক্তন কোচ তুষার আরোঠে। ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই প্রাক্তন প্লেয়ারের বাড়ি থেকে উদ্ধার হল হিসেব বহির্ভূত ১.১ কোটি টাকা। তাঁর বাড়ি থেকে এই বিপুল অঙ্কের নোট ভর্তি ব্যাগ উদ্ধার করেছে গুজরাটের বরোদার পাটপরগঞ্জ থানার পুলিশ। এই অর্থ উদ্ধারের ব্যাপারে কোনও সঠিক জবাব দিতে পারেননি তিনি।

জানা গিয়েছে ৪ মার্চ তুষার আরোঠের বাড়িতে তদন্ত করতে যায় পুলিশ। সেই সময় তাঁর বাড়ি থেকে ১.১ কোটি টাকা ক্যাশ উদ্ধার হয়। এই টাকার উৎস জানতে চেয়ে তুষারকে প্রশ্ন করে পুলিশ। কিন্তু তিনি এই টাকার উৎসের ব্যাপারে সঠিক কিছু জানাতে পারেননি। এই কারণে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়।

বরোদা পুলিশ তুষার আরোঠে সম্পর্কে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে পুরো বিষয়টা জানিয়েছে। তুষারকে এই টাকার ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আরও বিস্তারে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে এই প্রথম নয়, অতীতেও তুষার আরোঠের নাম জড়িয়েছিল বেটিং মামলায়। ২০১৯ সালে আইপিএল চলাকালীন একটি বেটিং কেলেঙ্কারিতে তাঁর নাম উঠে এসেছিল। তুষার গুজরাটে একটি ক্যাফে চালান। ২০১৯ সালের আইপিএলের সময় তাঁর ক্যাফেতে পুলিশ অভিযান চালিয়ে আরোথেসহ ১৯ জনকে গ্রেফতার করে। ঘটনার সময় পুলিশ আরোথের গাড়িটি জব্দ করে। তবে তদন্তে তার ফোন থেকে কিছুই উদ্ধার হয়নি। এরপর তিনি ছাড়া পান। সেই সময় তুষার আরোঠে জানান, তাঁর ক্যাফেতে অনেকে আসা যাওয়া করেন, ফলে কে কোন কাজের সঙ্গে জড়িত সেটা তাঁর পক্ষে জানা সম্ভব নয়। এবার তাঁর বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে তা বেটিংয়ের টাকা হতে পারে বলে মনে করছেন অনেকে। 

ঘরোয়া ক্রিকেটে তুষার আরোঠের বড় নাম। অলরাউন্ড পারফরম্যান্স থেকেও বেশ নাম কুড়িয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয় মহিলা দলের কোচও ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ১১৪টি প্রথম শ্রেণি ও ৫১টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন তিনি। প্রথম শ্রেণিতে ৩১টি হাফ সেঞ্চুরি ও ১৩টি সেঞ্চুরির সাহায্যে ৬১০৫ রান করেছেন আরোঠে। এছাড়া বোলিংয়ে তার উইকেট সংখ্যা ২২৫টি। তালিকায় ১০৩৭ রান করার পাশাপাশি ৩০ উইকেটও নিয়েছেন তুষার আরোঠের নামের পাশে।

তুষার আরোঠের কোচিংয়ে ভারতীয় মহিলা দল ২০১৭ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। তবে ২০১৮ সালে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন, যা বিসিসিআই মেনে নেয়। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি।

You might also like!