Game

1 month ago

Men's Junior Asia Cup 2024: ভারত ১১-০ গোলে পরাজিত করেছে থাইল্যান্ডকে

Oman
Oman

 

ওমান, ২৮ নভেম্বর : বুধবার রাতে ওমানের মাস্কটে পুল এ ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ১১-০ গোলে জয়ের মাধ্যমে ভারত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ অভিযান শুরু করেছে।

আরাইজিৎ সিং হুন্দাল, গুরজোত সিং এবং সৌরভ আনন্দ কুশওয়াহা প্রত্যেকেই দুটি করে গোল করেন এবং আরশদীপ সিং, শারদা নন্দ তিওয়ারি, দিলরাজ সিং, রোহিত এবং মুকেশ টপ্পো একটি করে গোল করেন।

ভারত  প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে ৮-০ ব্যবধানে এগিয়ে যায়। আমির আলীর নেতৃত্বে এবং প্রাক্তন ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশের প্রশিক্ষিত দলটি দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে।

বৃহস্পতিবার গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে ভারত খেলবে জাপানের বিরুদ্ধে।

You might also like!