Game

2 months ago

Anshuman Gaekwad passes away:প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় প্রয়াত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Anshuman Gaekwad passes away
Anshuman Gaekwad passes away

 

নয়াদিল্লি, ১ আগস্ট : প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার রাতেই তাঁর মৃত্যুর দুঃসংবাদ জানা যায়। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। বুধবার রাতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন অংশুমান।

২২ বছরের ক্রিকেটজীবনে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন গায়কোয়াড়। ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। শতরান করেছেন দু’টি, অর্ধশতরান ১০টি। সর্বোচ্চ রান ২০১। মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন তিনি। ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২১৩৬ রান করেছেন। শতরান রয়েছে ৩৪টি।

অংশুমানের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌরভ গঙ্গেপাধ্যায়, জয় শাহ। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "অংশুমান গায়কোয়াড় জিকে ক্রিকেটে তাঁর অবদানের জন্য স্মরণ করা হবে। তিনি একজন প্রতিভাবান খেলোয়াড় এবং একজন অসাধারণ কোচ ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত।"

You might also like!