Game

2 weeks ago

ICC meeting: বৃহস্পতিবারও আইসিসির সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত হলো না, আবার সভা শনিবার

ICC
ICC

 

দুবাই, ৬ ডিসেম্বর : চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব চলছেই। বৃহস্পতিবারও দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনও সিদ্ধান্তে আসা গেল না। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে সিদ্ধান্ত গড়িয়েছে ৭ ডিসেম্বরের সভায়। আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়ে কোনও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাননি।

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশও ভারতের ম্যাচগুলোর আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের জন্য সেই সম্ভাবনা এখন প্রায় নেই।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির উপর চাপ বাড়াচ্ছে সম্প্রচার সত্ত্বাধিকারী স্টার ইন্ডিয়া। স্টার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ায় তাহলে আইসিসির ক্ষতি হবে ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৭১৬ কোটি টাকা। আর পাকিস্তান সরে দাঁড়ালে আইসিসির ক্ষতি হবে ৭৫০ কোটি টাকা। আর এই বিশাল ক্ষতির কথা মাথায় রেখে

স্টার ইন্ডিয়া চাইছে ভারতকে টুর্নামেন্টে রাখতে, প্রয়োজনে পাকিস্তানকে বাদ দিয়েও।

আইসিসির জন্য আর্থিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, সেখানেই রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে আটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাধান। এখন ৭ ডিসেম্বরের সভার দিকে তাকিয়ে বিশ্ব ক্রিকেট।

You might also like!