Game

2 hours ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি

Crystal Palace 0-3 Man City
Crystal Palace 0-3 Man City

 

ম্যানচেস্টার, ১৫ ডিসেম্বর  : প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলার দল সিটি। হলান্ডের জোড়া গোলের মাঝে একবার জালে বল পাঠান ফিল ফোডেন। গত মে মাসে এই প্যালেসের বিপক্ষেই এফএ কাপের ফাইনালে হেরেছিল সিটি। সাড়ে ছয় মাস পর সেই হারের শোধ নিল সিটি। পুরো ম্যাচে ৪০ শতাংশেরও কম সময় বল পজেশনে রেখে, গোলের জন্য ১৬ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে প্যালেস, যার সবগুলোই হয় ব্যর্থ। আর সিটির সাত শটের ছয়টিই থাকে লক্ষ্যে। ১৬ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

You might also like!