Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Game

1 month ago

England vs West Indies: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

England vs West Indies
England vs West Indies

 

ওভাল, ৪ জুন  : বৃষ্টির কারণে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি নেমে আসে ৪০ ওভারে। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে সফরকারীরা। তার জবাবটা দুর্দান্তভাবে দিয়েছে ইংল্যান্ড। ৩০ ওভারের মধ্যেই এই রান তুলে ফেলে তারা। বৃষ্টির ফলে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিলো ২৪৬। যা ৭ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এর ফলে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো তারা। ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১০০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। এরপর দুই বলে দুই উইকেট হারিয়ে আরো বিপদে পড়ে সফরকারীরা। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২১ রানে ৬ উইকেট। এই অবস্থায় দলকে এগিয়ে নিতে থাকেন রাদারফোর্ড। তবে তিনিও বেশিক্ষণ দলকে সাহায্য করতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৭১ বলে ৭০ রান করে তিনি আউট হন।

১৫৪ রানে ওয়েস্ট ইন্ডিজের সপ্তম উইকেট পড়ে। সেখান থেকে আলজারি জোসেফ(৪১) ও গুডাকেশ মোটি(৬৩) অষ্টম উইকেটে জুটি বেঁধে ৯১ রান তোলেন। এই দু'জনের সৌজন্যে সফরকারীরা ৯ উইকেটে ২৫১ রান করে।ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৪০ রান দিয়ে নেন ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস। জবাবে শুরুতেই জয়ের ভিত গড়ে দেন জেমি স্মিথ। তার ২৫ বলে হাফ সেঞ্চুরির পর বেন ডাকেট ও জো রুট সময় নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন। ডাকেট ৪৬ বলে ৫৮ রান করেন। ভাঙে দুজনের ৬২ রানের জুটি। ব্রুককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জো রুট। ৪৯ বলে ৪৪ রান করে আউট হন তিনি। বাকি কাজটুকু সারেন ব্রুক ও বাটলার। দুজনের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। ২৯.৪ ওভারে ৩ উইকেটে ২৪৬ রান করে তারা।


You might also like!