Game

1 month ago

India Test Squad for England Tour: ইংল্যান্ড সফরের দল ঘোষণা; ক্যাপ্টেন শুভমন গিল, ঋষভ পন্থ ভাইস ক্যাপ্টেন

India vs England Test squad,Shubman Gill was announced as the new captain for the tour
India vs England Test squad,Shubman Gill was announced as the new captain for the tour

 

মুম্বই, ২৪ মে : প্রত্যাশা কিংবা ইঙ্গিত ছিলই। চলতে থাকা জল্পনাতেই সিলমোহর পড়ল শেষমেশ ৷ রোহিত শর্মার পরে ভারতীয় টেস্ট ক্রিকেটের ব্য়াটন পেলেন শুভমন গিল৷ ইংল্যান্ড সফরের জন্য টেস্ট ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হল শুভমন গিলকেই। অতীতে ভারতের টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করেছেন। ওয়ান ডে টিমে তাঁকে ডেপুটি করা হয়েছিল। তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের ডেপুটি ছিলেন। সেই শুভমন গিলকেই ক্যাপ্টেন করা হল। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্থকে। দলে দুই নতুন মুখ সাই সুদর্শন এবং অর্শদীপ সিং ৷ টিমে জায়গা হল না মহম্মদ সামির। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াড- শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

You might also like!