Game

2 months ago

Gautam Gambhir:ভারতীয় ক্রিকেটের উন্নতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ : গৌতম গম্ভীর

Gautam Gambhir
Gautam Gambhir

 

মুম্বই, ২২ জুলাই : ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ, গৌতম গম্ভীর গুরুত্বপূর্ণ নয়। নিজের বিষয়ে গম্ভীর নিজেই এই কথা বললেন। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে নিজের প্রথম সফরে শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করেন গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর। সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেছেন, "আমরা সকলেই মনে করি, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

বিসিসিআই সচিব জয় শাহ সম্পর্কে গম্ভীর বলেছেন, "তাঁরা (জয় শাহ) সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আমার মনে হয় আমরা সম্ভবত এর থেকে আরও ভাল কাজ করতে পারি। আশা করি, সবকিছু এভাবেই চলতে থাকবে, কারণ ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ।" সাংবাদিক সম্মেলনে কোহলির প্রসঙ্গও উঠে আসে। জবাবে গম্ভীর বলেন, “সবটাই টিআরপির খেলা। আমার সঙ্গে বিরাটের কী হয়েছে সেটা আমরা ছাড়া কেউ জানে না। আমরা সেটা কখনওই প্রকাশ্যে আনিনি।” তবে লখনউয়ের তৎকালীন মেন্টর গম্ভীরের সঙ্গে বেঙ্গালুরুর ক্রিকেটার বিরাটের মাঠে কী হয়েছিল, তা সকলেই দেখেছেন। সে কথা অস্বীকার করেননি গম্ভীর। তিনি বলেন, “তখন পরিস্থিতি আলাদা ছিল। ওর গায়ে একটা দলের জার্সি ছিল। আমার গায়ে অন্য দলের জার্সি ছিল। আমরা নিজেদের দলের জন্য সর্বোচ্চ সীমা পর্যন্ত যেতে চেয়েছিলাম। নিজেদের দলের জন্য সব করেছিলাম।” ভারতীয় দলে সেই সমস্যা হবে না বলেই জানিয়েছে গম্ভীর। তিনি বলেন, “এখন আমরা একই দলে। বিরাট পেশাদার। ও বড় ব্যাটার। দেশের জন্য খেলে। আমারও লক্ষ্য ভারতকে জেতানো। তাই এখানে দু’জনেরই লক্ষ্য এক। দেশের জন্য আমরা একসঙ্গে লড়াই করব। কোনও সমস্যা হবে না।”

You might also like!