Game

6 months ago

Kolkata Knight Riders : ক্যাপ্টেন শ্রেয়সকে নিয়ে ধোঁয়াশা, স্টার্ককে এক্স ফ্যাক্টর বলছেন মেন্টর গম্ভীর

Goutam Gambhir (File Picture)
Goutam Gambhir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা বিমানবন্দরে রীতিমতো জয়ধ্বনিতে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরকে বরণ ভক্তদের। যা দেখে অভিভূত গম্ভীরের মুখ থেকে বেরিয়েও এল, ‘এমন একটা ওয়েলকাম পেয়ে আমি সত্যিই আপ্লুত। তা ছাড়া আমি বরাবরই বলেছি, কেকেআর আমার কাছে কোনও ফ্র্যাঞ্চাইজি নয়, এটা আমার কাছে একটা আবেগ।’

গম্ভীরের নেতৃত্বে দু’বার আইপিএল জয় কলকাতার। তারপর শুধুই ব্যর্থতার গল্প। এবার মেন্টর গম্ভীরের হাত ধরে সাফল্য ফিরবে বলে আশাবাদী নাইট ভক্তরা। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা মিচেল স্টার্ককে আসন্ন আইপিএলে তুরুপের তাস মনে করছেন গম্ভীর। সোজাসুজি বলে দিলেন, ‘আমি নিলাম টেবলেও বলেছিলাম, মিচেল আমাদের এক্স ফ্যাক্টর।’

গম্ভীর জানেন, স্টার্ক যে টাকায় কেনা হয়েছে, সেটাকে সামনে রেখে কাটাছেঁড়া হবে প্রতি মুহূর্তে। কিন্তু স্টার্কের সঙ্গে নিলামের অর্থ জুড়তে নারাজ নাইট মেন্টর। গম্ভীরের কথায়, ‘স্টার্ক আন্তর্জাতিক ক্রিকেটে যা করেছে, সেটাই ওকে এক্স ফ্যাক্টর বলার জন্য যথেষ্ট। ওর নামের সঙ্গে প্রাইস ট্যাগ জোড়ার কোনও দরকার নেই।’

গম্ভীরের শহরে পা রাখার দিন আবার জল্পনা শুরু হয়ে গেল শ্রেয়স আইয়ারকে নিয়ে। গতবার চোটের জন্য আইপিএল খেলতে পারেননি শ্রেয়স। এবারও কেকেআরের ক্যাপ্টেন তিনি। কিন্তু এ দিন মুম্বইয়ে রঞ্জি ফাইনালের শেষ দিন পিঠের চোটের জন্য তাঁর ফিল্ডিং না করা নিয়ে ধোঁয়াশা তৈরি রয়েছে।

অবশ্য মুম্বইয়ের রঞ্জি জয়ের পরে শ্রেয়সের নাচের ভিডিয়োও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মুম্বই টিমের এক সূত্রের দাবি, চোটের জন্য আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচ না-ও খেলতে পারেন শ্রেয়স। কেকেআর শিবিরের কেউ কেউ আবার বলছেন, আজ শনিবারই শহরে চলে আসছেন শ্রেয়স। তাঁকেআইপিএলে পাওয়া যাবে শুরু থেকেই।

শ্রেয়স ধোঁয়াশার মাঝে আজ থেকে ইডেনে শুরু নাইটদের প্র্যাক্টিস। যেখানে মেন্টর গম্ভীরের পাশাপাশি আগ্রহ থাকবে রিঙ্কু সিংকে ঘিরে। এ দিন গম্ভীরের সঙ্গে শহরে পা রাখা রিঙ্কুকে নিয়েও ভক্তদের স্লোগান শোনা যায় দমদম বিমানবন্দরে।

You might also like!