Game

3 months ago

IPL 2025: আইপিএল,মালিঙ্গাকে ছাড়িয়ে বুমরাহ

Jasprit Bumrah
Jasprit Bumrah

 

কলকাতা, ২৮ এপ্রিল : ওয়াংখেড়েতে রবিবার লখনউ সুপার জায়েন্টস ম্যাচের তৃতীয় ওভারে বল করতে এসে এইডেন মার্করামকে ফিরিয়ে দারুণ এক কীর্তি গড়লেন জাসপ্রিত বুমরাহ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি এখন বুমরাহর। ওয়াংখেড়েতে তিনি লখনউ সুপার জায়ান্টেসের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে নেমে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। আইপিএলে এই নিয়ে তৃতীয়বার ম্যাচে ৪ উইকেট নিলেন তিনি।

মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেছিলেন বুমরাহ। নিজের প্রথম ওভারেই এইডেনের উইকেট নিয়ে প্রাক্তন লঙ্কান পেসার ও এক সময়ের সতীর্থকে তিনি ছাড়িয়ে যান। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। তাকে টপকে যেতে বুমরাহর লাগল ১৩৯ ইনিংস। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ। আইপিএলে বুমরাহর উইকেট এখন ১৭৪টি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তার স্থান এখন সপ্তম। আর স্বীকৃত টি-২০তে বুমরাহের উইকেট এখন ৩০৪টি।

You might also like!