Game

7 months ago

Lautaro Martínez:ইন্টার মিলানে যে কীর্তিতে দ্বিতীয় আর্জেন্টাইন লাওতারো মার্তিনেজ

Lautaro Martinez's elation after the goal
Lautaro Martinez's elation after the goal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১ গোলের অপেক্ষা নিয়ে লেচ্চের বিপক্ষে গতকাল সিরি ‘আ’র ম্যাচটি খেলতে নেমেছিলেন লাওতারো মার্তিনেজ। তাঁর সেই অপেক্ষা ফুরিয়েছে ম্যাচের ১৫ মিনিটেই। ৪–০ ব্যবধানের জয়ে ইন্টারের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’তে এটি তাঁর শততম গোল।

ইন্টার মিলানের জার্সিতে ১০০ গোল করা দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার মার্তিনেজ। তাঁর আগে এই কীর্তি গড়েছেন মাউরো ইকার্দি। সিরি ‘আ’তে ইন্টারের হয়ে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত খেলে ১১১ গোল তাঁর।

ইন্টারের হয়ে সিরি ‘আ’তে ১০০ বা এর বেশি গোল করেছেন ১০ জন। এই ১০ জনের মধ্যে সবার ওপরে আছেন জিওসেপ্পে মিয়াৎসা। ইতালির সাবেক ফরোয়ার্ড ইন্টার মিলানের হয়ে দুই মেয়াদে ১৪ মৌসুম খেলে করেন ২৪৬ গোল। মার্তিনেজ কাল আরও একটি গোল করে সংখ্যাটা নিয়ে গেছেন ১০১–এ। এই গোল তিনি করেছেন ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত খেলে।

ইন্টারের সীমানা পেরিয়ে যদি সিরি ‘আ’র যেকোনো ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরির বিষয়টি ধরা হয়, তাহলে এই প্রতিযোগিতায় ইকার্দি ও মার্তিনেজের আগে ‘সেঞ্চুরি’ করেছেন আর্জেন্টিনার ৬ জন। তাঁদের মধ্যে সিরি ‘আ’তে সবচেয়ে বেশি গোল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। ফিওরেন্তিনা, রোমা ও ইন্টার মিলানের হয়ে তিনি করেছেন ১৮৩ গোল। এরপর আছেন হার্নান ক্রেসপো। পার্মা, লাৎসিও, ইন্টার মিলান, এসি মিলান ও জেনোয়ার হয়ে খেলা আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ডের গোল ১৫৩টি।

সিরি ‘আ’তে আর্জেন্টাইনদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৪৭ গোল ওমর সিভোরির। তিনি অবশ্য ইতালির হয়েও আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন। এ ছাড়া সিরি ‘আ’তে বিভিন্ন দলে খেলে গোলের সেঞ্চুরি করেছেন গঞ্জালো হিগুয়েইন (১২৫), পাওলো দিবালা (১১৮) ও আবেল বালবো (১১৭)।

ইন্টারের হয়ে এমন একটি মাইলফলক ছোঁয়ার পর মার্তিনেজ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যদের, ‘আমি যখন বাড়ি ছাড়ি, আমার বয়স ছিল ১৫ বছর। তখন আমি এত কিছু পাব বলে কল্পনাও করতে পারিনি। আমি আমার পরিবারের কাছে ঋণী।’ সিরি ‘আ’তে সিলভিও পিওলার সর্বোচ্চ গোলের রেকর্ডটি (২৭৪) ভাঙতে পারবেন কি না, এমন প্রশ্নে ইন্টার মিলানের অধিনায়ক বলেছেন, ‘আমি চেষ্টা করব।’

গোলের মাইলফলক বা রেকর্ডের চেয়ে অবশ্য মার্তিনেজের কাছে দলের সাফল্যটাই বড়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারের জয়। দল গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট জিতেছে বলে আমি খুশি।’ এই জয়ে শীর্ষে থাকা ইন্টারের পয়েন্ট হয়েছে ২৫ ম্যাচে ৬৬। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে তারা। ২৬ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৫৭।


You might also like!