Game

1 month ago

Test Cricket: টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে বিশেষ টেস্টের আয়োজন হবে এমসিজিতে

A special Test will be organized at the MCG to celebrate 150 years of Test cricket
A special Test will be organized at the MCG to celebrate 150 years of Test cricket

 

মেলবোর্ন, ১৯ আগস্ট : টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হতে এখনও আড়াই বছরের বেশি সময় বাকি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সেই টেস্টের পর পেরিয়ে গেছে ১৪৭ বছর। আড়াই বছর পরে সেই বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

১৮৭৭ সালের ১৫-১৯ মার্চ বিশ্ব প্রথম টেস্ট ম্যাচ দেখেছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে। অর্থাৎ ২০২৭ সালে হবে এই টেস্ট সংস্করণের বয়স হবে দেড়শ বছর। সেদিন এক ইনিংস করে হওয়া মেলবোর্নের প্রথম টেস্টে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্ট ইংল্যান্ড জিতলে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। আর ঠিক হয়েছে প্রথম টেস্টের সেই ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (এমসিজি) টেস্ট ম্যাচের দেড়শ বছরের পূর্তি উদ্‌যাপন করবে দুই দল।

বিশেষ টেস্ট ম্যাচ নিয়ে সিএর প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘দেড়'শ বছরপূর্তির টেস্ট ম্যাচটি হবে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত সেই এমসিজিতেই। এই উদ্‌যাপনে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানানোর জন্য উন্মুখ হয়ে আছি আমরা।’

You might also like!