Festival and celebrations

1 month ago

Raksha Bandhan: জওয়ানদের হাতে রাখী বেঁধে মিষ্টিমুখ করালেন উপত্যকার মহিলারা

Soldiers Celebrates Raksha Bandhan (Symbolic Picture)
Soldiers Celebrates Raksha Bandhan (Symbolic Picture)

 

শ্রীনগর, ১৯ আগস্ট:- সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাখীবন্ধন উৎসব। এই উৎসব থেকে বাদ পড়লেন না দেশের জওয়ানরাও। জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সোনি গ্রামে কর্তব্যরত সেনাবাহিনীর হাতে রাখী বেঁধে দিলেন স্থানীয় মহিলারা। সঙ্গে সেনাদের তাঁরা মিষ্টিমুখও করালেন।

উল্লেখ্য, রাখীবন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখীবন্ধন উৎসব মূলত ভাই বোনের বন্ধন ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

You might also like!