Festival and celebrations

10 months ago

Jagadhatri Puja 2023: চন্দননগরের কোথায় কোন জগদ্ধাত্রী? রইল ট্যুর গাইড

Jagaddhatri Puja in Chandannagar (File Picture)
Jagaddhatri Puja in Chandannagar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গা পুজোর পর চারদিন বাঙালি মেতে ওঠেন হৈমন্তিকার আরাধনায়। আর এই পুজোর মূল আকর্ষণ কিন্তু ফরাসি শহর চন্দননগর। জগদ্ধাত্রী পুজোতে ইচ্ছে হয়েছে চন্দননগর যাওয়ার, তবে আপনি জানেন কি এই শহরের কোথায় গেলে আপনি কোন কোন পুজো দেখতে পারবেন? রইল চন্দননগরের সেরা জগদ্ধাত্রী পুজোর তালিকা। 

কলকাতা থেকে চন্দননগর গেলে আপনাকে নামতে হবে মানকুণ্ডু স্টেশনে। সেখানে নেমে আপনি প্রথমেই যে ঠাকুরগুলি দেখতে পাবেন সেগুলি হল: 

১। মানকুণ্ড স্পোর্টিং

২। নতুন পাড়া

৩। নিয়োগী বাগান

৪। সার্কাস মাঠ

৫। তেমাথা রানী মা দেখে ডান দিকে কিছুটা গেলেই দেখতে পাবেন

৬। বারাসাত গেট (৭৫ বছর) এটি দেখার পর আবার ফিরে আসুন তেমাথা রানী মার কাছে

৭। ছুতোর পাড়া এটি দেখার পার চলে আসুন

৮। হাটখোলা মনসাতলা

৯। হাটখোলা মনসা তলা জগদ্ধাত্রী পূজা

১০। লিচুতলা চন্দননগর

১১। রথের সড়ক সম্বলাশিবতলা জগদ্ধাত্রী পূজা এটি দেখার পর চাইলে কিছুক্ষণ গঙ্গার ধারে সময় কাটাতে পারেন।

১২। বাগবাজার চৌমাথা এবার চলে আসুন কলুপুকুরের দিকে। বিদ্যালঙ্কার দেখে বাঁ-দিকে হাঁটলে পাবেন হেলাপুকুর ধার, পালপাড়া, সুরেরপুকুর, কাঁটাপুকুর, সন্তানসঙ্ঘ, হরিদ্রাডাঙা

১৩। পালপাড়া

১৪। হেলাপুকুর

১৫। বিদ্যালঙ্কার এরপর বড়বাজার এবং বাগবাজারের প্রাচীন পুজো দেখে চন্দননগরের স্টেশন রোডের দিকে এগিয়ে আসুন। মধ্যাঞ্চল, ফটকগোড়া, মধ্যাঞ্চল, খলিসানির পুজো সেখানেই পড়বে।

১৬। বাগবাজার

১৭। ফটকগোরা

১৮। খলিসানি

দ্বিতীয় দিন হাতে সময় থাকলে সফর শুরু করুন চন্দননগর স্টেশন থেকে। কলপুকুরধার, শীতলাতলা, বউবাজার, সুভাষপল্লির পুজো দেখে নিন। লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে যেতে পারলে চাউলপট্টিতে আদি মা এবং কাপড়ের পট্টিতে মেজ মা দেখে নেবেন।

You might also like!