Festival and celebrations

10 months ago

Saraswati Puja 2024: কবে এবছরের সরস্বতী পুজো? জানুন তিথি নক্ষত্র

Goddess Saraswati (File Picture)
Goddess Saraswati (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ কয়েক দিন বাদেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন শিক্ষার্থী থেকে শুরু করে আপামর মানুষ। সাধারণত মাঘের শুক্লপক্ষেই  বাংলার ঘরে ঘরে আরাধনা করা হয় বাগদেবীর। তবে এবার কবে পড়েছে সরস্বতী পুজো? আসুন জেনে নেওয়া যাকঃ 

সরস্বতী পুজো ২০২৪-এর তারিখ:২০২৪ সালের  ১৪ ফেব্রুয়ারি (বাংলায় ১ মাঘ ফাল্গুন), বুধবার সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজো ২০২৪-এর পঞ্চমী তিথি কখন শুরু?১৩ ফেব্রুয়ারি রাত ঘ ৮।১৩ মিনিট থেকে রাত্রি ঘ ৬।৫ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। পূজার উপাচার: কুল, অভ্র- আবির, আমের মুকুল,দোয়াত, খাগের কলম, দুধ, দুর্বা, পলাশ ফুল, বই, ও বাদ্যযন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা দিয়ে দেবীর আরাধনা করা হয়। এছাড়াও সাদা কাপড়, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল ,ধানের শিষ, পাঁচ ধরনের ফল, কলা ও নারকেল, ঘট,পান, সুপারি, ধূপ, প্রদীপ প্রভৃতির দিয়ে দেবীর পূজা করা হয়। নানা উপাচারে নৈবেদ্য সাজিয়ে দেবীর পূজার আয়োজনের আগে। 

You might also like!