Festival and celebrations

1 year ago

Ramzan Eid 2023 : রমজান মাসের শেষে কখন শেষ হচ্ছে রোজা?কখনই বা শুরু হবে ঈদ? জেনে নিন ঈদ সম্পর্কিত সকল তথ্য ও আচরণ

Ramzan Eid 2023
Ramzan Eid 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রমজান মাস সারা বিশ্বের মুসলমানদের কাছে এক  খুবই পবিত্র মাস। এই সময় প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম রোজা রাখেন, নামাজ পড়েন এবং পবিত্র কোরান পাঠ করে থাকেন,মুসলিম সম্প্রদায়ের কাছে  এটি আধ্যাত্মিক প্রতিফলন এবং ভক্তির একটি সময়,উল্লেখ্য, এই সময় মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে।


প্রসঙ্গত, এ বছর রমজান  ২৩ শে এপ্রিল সন্ধ্যায় শুরু হবে এবং ২২ মে সন্ধ্যায় শেষ হবে বলে আশা করা হচ্ছে, যদিও চাঁদ দেখার উপর ভিত্তি করে সঠিক তারিখগুলি পরিবর্তিত হতে পারে।রমজান মাসে ঈদের সঙ্গে  সম্পর্কিত কিছু সাধারণ আচার ও ঐতিহ্যের রয়েছে যে আচার গুলি অব্শ্যই মেনে চলতে হয় সেগুলি হল :

১/ রোজা: মুসলমানরা রমজানের প্রতিটি দিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে। এর মধ্যে খাদ্য, পানীয়, ধূমপান এবং যৌন কার্যকলাপ থেকে বিরত থাকা বাধ্যতামূলক। 

২/তারাবিহ নামাজ: এটি একটি  বিশেষ নামাজ যা রমজান মাসে ইশার নামাজের পরে প্রতি রাতে মসজিদে পড়া হয়।

৩/দাতব্য: অভাবগ্রস্তদের দান করা রমজানের একটি গুরুত্বপূর্ণ দিক, এবং অনেক মুসলমান দাতব্য সংস্থায় বা সরাসরি অভাবী ব্যক্তিদের অর্থ বা খাদ্য দান করে থাকেন। 

৪/ কোরান পাঠ : মুসলমানরা প্রায়শই রমজান মাসে পুরো কোরান  পাঠ করে থাকেন,আবার  অনেকে মসজিদে কোরান পাঠেও  যোগ দেয়।

৫/রোজা ভঙ্গ করা: রোজা সাধারণত প্রতিদিন সন্ধ্যায় খেজুর এবং জল দিয়ে ভঙ্গ করা হয়, তারপর ইফতার করা হয়, যেখানে নানা বিধ ভাজা ফল পরোটা সিমাই গোস শরবত থাকে।  

৬/সেহেরি: এটি হল প্রাক-ভোরের খাবার যা মুসলমানরা দৈনিক রোজা শুরু করার আগে খায়। এখানেও পর্যাপ্ত জল ও খাবার থাকে যা সারাদিন শক্তি প্রদান করতে সক্ষম হয়।  

৭/ঈদ-উল- ফিতর: রমজান ঈদ উল ফিতরের উৎসবের সাথে সমাপ্ত হয়, পরিবার এবং বন্ধুদের সাথে নানাবিধ উৎসবের মাধ্যমে এই উৎসবের সমাপন করা হয়, নতুন পোশাক নানা বিধ সুস্বাদু খাবার নামাজ পাঠ দানধ্যানের মধ্যে দিয়ে সমস্ত দিন অতিবাহিত হয়। প্রসঙ্গত ঈদের চাঁদ দেখার পর ই এই সম্প্রদায়ের সমাজে বিবিধ শুভ অনুষ্ঠান সম্পাদনের সূচনা হয়। 

You might also like!