Festival and celebrations

8 months ago

Shivling Puja: রাতে শিবলিঙ্গের সামনে আগুন প্রদীপ প্রজ্বলনের ফলে কি ঘটে? জানুন

Shiv Ling (File Picture)
Shiv Ling (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিন্দুধর্মে শিবলিঙ্গ পুজা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি সব রীতি মেনে শিবলিঙ্গের পুজো করেন তাঁর জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে তার শুভ ফল পাওয়া যায়।

এই উপায় মেনে চললে আপনি রাতারাতি ধনী হতে পারেন। শিব পুরাণে বলা আছে যে রাতের বেলা শিবলিঙ্গে প্রদীপ জ্বালালে আপনার জীবন বদলে যেতে পারে। রাত্রিবেলা রাত ১১টা থেকে ১২টার মধ্যে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে বিশেষ লাভবান হওয়া সম্ভব হয়।

রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালানো নিয়ে একটি পৌরাণিক কাহিনি প্রচলিত আছে। শিব পুরাণ অনুসারে প্রাচীন কালে গুণনিধি নামে এক দরিদ্র মানুষ ছিলেন। তাঁর কাছে কোনও খাবার ছিল না। খাবার খুঁজতে খুঁজতে তিনি একটি শিব মন্দিরে এসে পৌঁছন। তিনি ওই মন্দিরেই রাতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মন্দিরের ভেতরে ছিল প্রচণ্ড অন্ধকারে। মন্দিরের অন্ধকার দূর করার জন্য গুণনিধি নিজের গায়ের পোশাক খুলে তা আগুনে জ্বালিয়ে দেন। গুণনিধি এই কাজ করার সঙ্গে মহাদেব তাঁকে দর্শন দেন। মহাদেবের আশীর্বাদ লাভ করে পরের জন্মে কুবের দেব হিসেবে জন্ম নেন তিনি।

You might also like!