Festival and celebrations

10 months ago

Kali Puja 2023: আজাদ হিন্দ সংঘের থিম গুজরাটের স্বামী নারায়ণ মন্দির

Kali Puja 2023
Kali Puja 2023

 

করিমগঞ্জ (অসম) : কালীপুজোয় জমজমাট করিমগঞ্জ । শক্তির আরাধনায় থিমের ছড়াছড়ি সীমান্ত শহরে । কাল্পনিক মন্দির থেকে শুরু করে নাইজেরিয়ার বিখ্যাত আদিবাসী লোক উৎসব, মালয়েশিয়ার আকাশচুম্বী বহুতল ভবন টুইন টাওয়ার, কৃষ্ণ কালী, প্রেম মন্দির সবই শহরের বুকে । তবে এই বছর গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের দর্শন পেতে হলে আসতে হবে শহরের শিলচর রোডের শ্রী শ্রী ভৈরববাড়ী সার্বজনীন কালিপুজোয় । আজাদ হিন্দ সংঘের পরিচালনায় এই পুজো কয়েক বছর ধরেই জাঁকজমকের দিক থেকে নজর কেড়ে চলেছে । বর্ণাঢ্য আলোকসজ্জা, সুচারু মণ্ডপ সজ্জা এবং অপরূপা প্রতিমার মধ্যে দিয়ে তাঁরা দর্শকদের উপহার দিতে চলেছেন অনাবিল আনন্দ। থিমের পূজায় উদ্যোক্তারা মন্দিরময় ভারতের ঐতিহ্য তুলে ধরছেন । এবারের থিমে গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরই উঠে এসেছে হুবহু । জাতীয় সড়কের পাশে ৫৫ ফুট উঁচু এবং ৫৫ ফুট চওড়া মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মন্ডপ সম্পূর্ণ হওয়ার আগেই সন্ধে নামার সঙ্গে সঙ্গেই ঝলমলে হয়ে উঠছে আলোয় । নিত্য গোপাল ডেকারোটারস এর শিল্পীদের হাতের ছোঁয়ায়, ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মন্ডপ ।

এবছর তাদের পুজো ৫০ তম বর্ষ পদার্পণ করছে। তাই সুবর্ণ জয়ন্তীতে আলোকসজ্জাতেও নতুন ভাবনা রয়েছে । প্রতিমা গড়ার দায়িত্ব নিয়েছেন স্থানীয় মৃৎ শিল্পী বিনয় পাল । বাজেট ধার্য করা হয়েছে ১২ লক্ষ টাকা । আগামীকাল শনিবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজির হাত ধরে মন্ডপ উদ্বোধন হওয়ার পর সর্বজনের জন্য খুলে দেওয়া হবে ।

পুজো কমিটির সভাপতি বীরেন্দ্র দাস ও হরিন্দর মাহাতো, সাধারণ সম্পাদক মনোজ রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার দেব ও বিধান রায় । সুবর্ণ জয়ন্তীর মন্দির ও আলোকসজ্জা সজ্জা শহরের পুজোর অন্যতম আকর্ষণ হবে এমনটাই দাবি কমিটির কর্মকর্তাদের । উদ্যোক্তাদের অন্যতম পাপন দাস, সানি দে-রা জানান থিম হিসাবে গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরকে তারা নিখুঁতভাবে তুলে ধরতে দুর্গাপূজার পর থেকেই প্রচেষ্টা চালাচ্ছেন । এবারের থিম করিমগঞ্জের মানুষের বিশেষ নজর কাড়বে বলে দাবি তাদের । আশা, বিগত বছর গুলির মতোই প্রচুর সংখ্যক দর্শনার্থী দেখা যাবে মন্ডপে ।

উদ্যোক্তারা জানান, পুরোনোকে বজায় রেখে, ঐতিহ্য সংস্কৃতি, পরম্পরা এবং নিয়ম নীতির কাঠগড়ায় দাঁড়িয়ে, নতুনত্বের গোঁড়ায় ধূয়ো জ্বালিয়ে শ্যামা মাকে বরণ করে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে । আলোকসজ্জা ছাড়া বাকি কার্যকলাপে নতুন যুব প্রজন্মের হাতের করা এক নতুন চিন্তাধারা এবং কাজের প্রকাশ ঘটবে করিমগঞ্জে প্রথমবারের মতো । পুজোর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দেবেন পুজো কমিটির সদস্যরা ।

You might also like!