Festival and celebrations

10 months ago

Kedar Nath Temple : কেদারনাথের রক্ষক ভগবান ভৈরবনাথের দরজা শনিবার বন্ধ থাকবে

Kedarnath  Temple (File picture)
Kedarnath Temple (File picture)

 

কেদারনাথ, ১০ নভেম্বর : কেদারনাথের রক্ষক ভগবান ভৈরবনাথের দরজা শনিবার, ১১ নভেম্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ নভেম্বর শীতের জন্য কেদারনাথ ধামের দরজা বন্ধ থাকবে। এর আগে, কেদারপুরীতে অবস্থিত বাবা কেদারের দারোয়ান বা রক্ষক হিসাবে বিবেচিত ভুকুন্ট ভৈরব নাথের দরজা শীতকালে পুজো ও যজ্ঞ-হবনের পর ১১ নভেম্বর শনিবার বিকেল ৩টে বন্ধ হয়ে যাবে। এই সময় কেদারনাথ মন্দির ভক্তদের জন্য বন্ধ থাকবে। বিকেল ৪ টে নাগাদ দর্শনের জন্য আবার খুলে দেওয়া হবে মন্দির।

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি অজেন্দ্র অজয় ​​জানিয়েছেন, কেদারনাথ ধামে অবস্থিত বাবা ভৈরবনাথের দরজা বন্ধ করার পর কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ না হওয়া পর্যন্ত কেদারনাথ যাত্রা চলতে থাকবে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার দুপুর ১২টা পর্যন্ত ভগবান কেদারনাথের দর্শন অনুষ্ঠিত হবে। এরপর মন্দির পরিষ্কারের পর দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ থাকবে এবং দুপুর ১টায় মন্দির কমিটির পুরোহিত, ধর্মাচার্য, বেদপাঠী, আধিকারিক ও তীর্থযাত্রী পুরোহিতরা ভৈরবনাথের দরজা বন্ধ করে ভৈরব শিলার উদ্দেশ্যে রওনা হবেন। পূজা ও যজ্ঞ শেষে শীত মৌসুমে ভৈরবনাথের দরজা বন্ধ হয়ে যাবে বেলা ৩টেয়। এরপর ৪টে থেকে কেদারনাথ মন্দিরে দর্শন শুরু হবে এবং সন্ধ্যার আরতি চলবে আগের মতোই।

You might also like!