Festival and celebrations

1 year ago

Jhargram:ঝাড়গ্রামে তৈরি হচ্ছে রোমের 'ভ্যাটিকান সিটি'

Rome's 'Vatican City' is being built in Jhargram
Rome's 'Vatican City' is being built in Jhargram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পুজোর বাকি আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক কমিটিই। বড় বাজেটের পুজোগুলির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বেশিরভাগ জায়গাতেই থিমের জোয়ার।

মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর মণ্ডপ হবে রামমন্দিরের আদলে। এ কথা অনেকে জেনেছেন। পাশাপাশি জেলার পুজোগুলিও গা ভাসিয়েছে থিমের স্রোতে। সেই মতো এবার এক নজরকড়া থিম দেখা যাবে ঝাড়গ্রাম শহরের পূর্বাশা সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে।

এই বছর রোমের ভ্যাটিকান সিটি দেখা যাবে ঝাড়গ্রামে। আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেল বুধবার। সাড়ম্বরে খুঁটি পুজোর মধ্য দিয়ে ভ্যাটিকান সিটি নির্মাণের প্রক্রিয়া শুরু করে দিলেন উদ্যোক্তারা। এই বছর পূর্বাশা কমিটির পুজো ৪১ বছরে পদার্পণ করছে। পুজোর বাজেট আনুমানিক ১৫ লক্ষ টাকা। উদ্যোক্তারা জানান, মহালয়ার দিন মূক ও বধীর ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পাশাপাশি তাদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা থাকছে।

ঝাড়গ্রাম শহরের দুর্গাপুজোগুলির মধ্যে বিশেষ নামডাক রয়েছে পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব কমিটির। প্রতি বছর ভিন্ন ভিন্ন থিম নিয়ে হাজির হয় এই পুজো কমিটি। প্রতিমাতেও থাকে বিশেষ চমক। এই বছর কমিটির সদস্যরা কুমোরটুলিতে প্রতিমার বায়না দিয়েছেন।

এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা প্রণব সাউ বলেন, 'ঝাড়গ্রামবাসীর জন্য আমরা এই বছর বিশেষ চমক নিয়ে আসছি। বিশ্বের পবিত্র শহর রোমের ভ্যাটিকান সিটির আদলে আমাদের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এবার আমাদের পুজো ৪১ বছরে পদার্পণ করছে। বাজেট রয়েছে ১৫ লাখ টাকা। পুজার পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজও করে থাকি।'


You might also like!