Festival and celebrations

1 year ago

Durga Puja Shopping Market: সামনেই পুজো! সস্তায় কেনা কাটা করতে পারবেন এই মার্কেটগুলি থেকে

Puja Shopping Kolkata (Symbolic Picture)
Puja Shopping Kolkata (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গা পুজো আসন্ন। এই চারদিনের জন্য সারাবছর উদগ্রীব হয়ে থাকে বাঙালী। তবে কোভিডকালে কেনাকাটার ক্ষেত্রেও কিছুটা ভাটা পড়ে। আবার অনলাইন শপিংয়ের রমরমাতে কিছুটা ভাঁটা পড়েছে কলকাতার বিখ্যাত মার্কেটগুলিতে। তবে যতই অনলাইন শপিংয়ের প্রাচুর্য বাড়ুক। দোকানে বা মার্কেটে গিয়ে কেনাকাটার মধ্যে এক অন্যরকম আনন্দ রয়েছে। আবার বলা চলে এ যেন এক রকমের প্রাক পুজো সেলিব্রেশন। নিজের চোখে জামাকাপড় দেখে, দরদাম করে কেনার মধ্যে যে অনাবিল আনন্দ রয়েছে, তার চাহিদাকে হয়তো কোনোভাবেই মেটাতে পারে না আজকের অনলাইন শপিং।

তাই আসুন জেনে নেওয়া যাক কোথায় কোথায় সস্তায় আপনি এবছরের পুজোর অনলাইন শপিং করতে পারবেন।

১) গড়িয়াহাট


দক্ষিণ কলকাতার গড়িয়াহাট হল শপিংয়ের জন্য আদর্শ জায়গা। গড়িয়াহাটে গেলেই আপনি পেয়ে যাবেন দরদাম করে কেনাকাটা করার এক ঘরোয়া পরিবেশ। জামা থেকে শুরু করে জুতো, ঘড়ি। বাড়ি সাজানোর যাবতীয় কিছু আপনি পেয়ে যাবেন এই গড়িয়াহাট মার্কেটে এলে। গড়িয়াহাট আসতে হলে আপনার সবচেয়ে কাছের মেট্রো স্টেশন পড়বে কালীঘাট। ট্রেনে চেপে আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে বালিগঞ্জে নামতে হবে, সেখান থেকে গরিয়াহাট পৌঁছে যেতে পারেন আপনি।   

২) হাতিবাগান


 উত্তর কলকাতায় আপনি যদি শপিং করতে আসেন তাহলে হাতিবাগান হল আপনার জন্য শপিংয়ের আদর্শ স্থান। গড়িয়াহাটের মতই এখানে আপনিও পেয়ে যাবে কম দামে জামাকাপড় থেকে শুরু করে যাবতীয় ঘরোয়া সামগ্রী। এখানে আসতে হলে আপনাকে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনে। 

৩) বি. কে মার্কেট


এই মার্কেটে মূলত ব্যাংকক ও কোরিয়া থেকে পোশাক আমদানি হয়। যারা সুন্দর সুন্দর  ট্রেন্ডি পোশাক পড়তে চান সেই সমস্ত ফ্যাশনিস্তাদের জন্য আদর্শ স্থান হল এটি। বিশেষত যারা অল্প বয়সী কলেজ পড়ুয়া তাঁরা এখানে আসতেই পারেন কেনাকাটা করতে। এখানে জামাকাপড়ের সাথে আপনি পেতে পারেন ট্রেন্ডি ব্যাগ এবং জুতো। 

৪) এসি মার্কেট


এই মার্কেটে মূলত সস্তায় আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্যাগ ও মোবাইলের কভার। আপনি যদি পূজোর সময় কোথাও বেড়াতে যেতে চান তাহলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন সুন্দর ট্রাভেল ব্যাগ, ট্রলি। এখানে আপনি অনেক রকমের চকোলেট পেতে পারেন। 

৫) নিউ মার্কেট


সারা জগতে আপনি যা কিছু পাবেন। তার সবকিছুই প্রায় আপনি পেয়ে যাবেন নিউ মার্কেটে এলে। নিউ মার্কেটে পুজোর আগে কেনাকাটা করতে এলে আপনি পেয়ে যাবেন জামাকাপড় থেকে শুরু করে সানগ্লাস, ঘড়ি, জাঙ্ক জুয়েলারিসহ রকমারি জিনিসপত্র। 

                                                                                             

You might also like!