Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : প্যান্ডেল হপিং এখন আরো সহজ, ষষ্ঠী থেকে নবমী কলকাতায় সারারাত বাস চালাবে রাজ্য

Durga Puja Transport
Durga Puja Transport

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য ষষ্ঠী থেকে নবমী শহর-শহরতলিতে সারারাত সরকারি বাস চালাবে পরিবহণ দপ্তর। হাওড়া ও শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করে আটটি রুটে চালু হবে নৈশকালীন পরিষেবা। শহরের বড় বড় মণ্ডপের সামনে দিয়েই ঘুরবে বাস। সেরকম ভাবেই তৈরি হচ্ছে রুট। এসি, নন-এসি দু’রকম বাসই পাওয়া যাবে রাতে।

পরিবহণ দপ্তরসূত্রে খবর, চতুর্থী এবং পঞ্চমী সকাল থেকেই শুরু হবে পরিষেবা। শেষ বাস ছাড়বে ডিপো থেকে ছাড়বে রাত ১২ টায়। কারণ সরকারি অফিস বন্ধ থাকলেও বাকি বেসরকারি অফিস-কাছারি খোলা থাকবে এই দু’দিন। তাই সকাল থেকেই বাস-ট্রাম চালানো হবে। দুপুরের পর তা বাড়বে। তবে ষষ্ঠী থেকে নবমী রাত ১০টা থেকে শুরু হবে রাত্রিকালীন পরিষেবা। রাস্তায় পর্যাপ্ত বেসরকারি বাস-মিনিবাসও চলবে বলে জানিয়েছেন বাসমালিকরা। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘রাতে ঠাকুর দেখতে বেরিয়ে যাতে দর্শনার্থীরা সমস‌্যায় না পড়েন সেকথা মাথায় রেখেই পর্যাপ্ত বাস-ট্রাম সারারাত চালানো হবে। দিনের বাকি সময় তো চলবেই। তাছাড়া অ‌্যাপ ক‌্যাব, ট‌্যাক্সি তো থাকেই। রাস্তায় বেরিয়ে মানুষের গাড়ির অভাব হবে না।’’ পরিবহণ দপ্তরসূত্রে খবর, কলকাতায় দুই শিফটে হাজারের বেশি সরকারি বাস নামানো হবে।

সপ্তমী থেকে নবমী সারারাত সচল থাকবে পাতালপথও। ভোর চার’টে পর্যন্ত চলবে মেট্রো। পাতালপথের পাশাপাশি সড়কপথও সচল থাকায় যাত্রীদের কোনও সমস‌্যা হবে না বলেই মনে করা হচ্ছে। থাকবে অটোও। বাসমালিকরা জানাচ্ছেন, প্রতিবছরই সারারাত বাস চলে। এবারও তার অন‌্যথা হবে না। পুলিশের তরফে যে সমস্ত রাস্তা নো-এন্ট্রি করে রাখা হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে বাকি রাস্তা বাস চলবে। এদিকে পুজো উপলক্ষে সেজে উঠেছে সরকারি বাসও। নীল-সাদা রঙের প্রলেপ পড়ে বাস হয়েছে ঝা চকচকে। পুজোয় এবার এই নতুন সাজের সরকারি বাসে চড়তে পারবেন যাত্রীরা। 

You might also like!