Festival and celebrations

8 months ago

Tarapith Mandir : রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির চত্বরে বিশেষ অনুষ্ঠান! ২ হাজার ভক্ত খাবেন প্রসাদ

Tarapith Mandir  (File Picture)
Tarapith Mandir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাম মন্দির ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও বিভিন্ন জায়গায় চলছে রামপুজো। বাদ যায়নি তারাপীঠও। অযোধ্যাতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির চত্বরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। 

জানা গিয়েছে, এ দিন সকাল এগারোটা থেকে শুরু হয় মহাযজ্ঞ। উপস্থিত ছিলেন তারাপীঠের সমস্ত সেবাইতরা। মহাযজ্ঞের পর দুই হাজার ভক্তকে অন্য প্রসাদ খাওয়ানো হবে আজ। এই যজ্ঞের জন্য ব্যবহার করা হবে ১৫ থেকে ২০ কেজি ঘি, ১০৮ টি প্রদীপ। প্রসাদের জন্য রয়েছে কুড়ি থেকে বাইশ রকমের ফল এছাড়াও নানা সামগ্রী। 

প্রসঙ্গত, আজ দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজেই। গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য়পাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে আসছেন হাজারো অতিথি। রাজনীতিবিদ থেকে অভিনেতা, খেলোয়াড়-সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।


You might also like!